for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার, ১৯:৩৯:১০
সাঁতারের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার ফ্রিস্টাইলের সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার কাইল চ্যালমার্স। বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার) সকালে গেমসের পঞ্চম দিনে শেষ ল্যাপে গতির ঝড় তুলে সবাইকে ছাড়িয়ে সেরা হন চ্যালমার্স। সেরা হতে ৪৭.৫৮ সেকেন্ড সময় নিয়েছেন এই সাঁতারু।
১৯৬৮ সালে মেক্সিকো সিটি অলিম্পিকে মাইক ভেনডেনের পর এই ইভেন্টে প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে সেরা হলেন ১৮ বছর বয়সী এই সাঁতারু। সিডনি গেমসে ১৭ বছর বয়সে সোনা জিতেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাঁতারু ইয়ান থর্প। এরপর অস্ট্রেলিয়ার সবচেয়ে কমবয়সী সাঁতারু হিসেবে অলিম্পিক খেতাব জিতলেন চ্যালমার্স।
এই ইভেন্টে বেলজিয়ামের পিটার টিমার্স ৪৭.৮০ সেকেন্ডে সময় নিয়ে রুপা জেতেন। অপরদিকে গতবারের সোনাজয়ী যুক্তরাষ্ট্রের ন্যাথান অ্যাড্রিয়ান জিতেছেন ব্রোঞ্জ পদক।
For add
For add
For add
For add
for Add