for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ আগস্ট ২০১৬, সোমবার, ১৬:০৯:২৫
সাঁতারে অলিম্পিক ইতিহাসে সুইডেনকে প্রথম সোনা এনে দিয়েছেন তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন সারা সোস্ট্রোম। মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে নিজেরই গড়া রেকর্ড ভেঙে দেশকে এই সাফল্য উপহার দেন তিনি। সোস্ট্রোম সোনা জিততে সময় নিয়েছেন ৫৫.৪৮ সেকেন্ড। আগের রেকর্ডটি তিনি গড়েছিলেন ৫৫.৬৪ সেকেন্ড সময় নিয়ে।
এই ইভেন্টে রুপা জিতেছেন কানাডার পেনি ওলেকসিয়াক। যু্ক্তরাষ্ট্রের ড্যানা ভলমার পেয়েছেন ব্রোঞ্জ।
For add
For add
For add
For add
for Add