for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্ট ২০১৬, শুক্রবার, ২০:৪২:৩৭
যেকোন ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে থাকে দর্শকদের আলাদা আগ্রহ। আর অলিম্পিক যেখানে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ, সেখানে দর্শকদের আগ্রহ যে চরমে পৌছাবে সেটি না বললেও চলে। এই মূহুর্তে পুরো পৃথিবীর দৃষ্টি তাই ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামের দিকে। যেখানে আর কয়েক ঘন্টা পরই পর্দা উঠবে ২০১৬ অলিম্পিক আসরের। দক্ষিণ আমেরিকার দেশটির দেশীয় সংস্কৃতির পাশাপাশি নয়নাভিরাম সব পরিবেশনা থাকছে সেখানে।
প্রায় ৭৮ হাজার দর্শক সরাসরি উপভোগ করতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠানটি। এছাড়া বিশ্বের তিন বিলিয়ন মানুষ টিভিতে সরাসরি দেখবেন জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পতাকা নিয়ে অ্যাথলেটদের মার্চপাস্ট আর শেষে থাকবে বর্ণিল আতশবাজি। মাঝে থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রিওর উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করবেন সিটি অব খ্যাত বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ফার্নান্ডো মেয়ারলেস। তার সঙ্গে থাকবেন আন্ড্রুচা ওয়াশিংটন ও ড্যানিয়েলা থমাস।
উদ্বোধনী মঞ্চ আলো করবেন ব্রাজিলের সুন্দরী এবং সুপার মডেলরা। তুলে ধরা হবে ব্রাজিলের পর্তুগীজ উপনিবেশের ইতিহাস। থাকছে ব্রাজিলের সাবেক ফুটবল তারকা গ্যারিঞ্চার স্ত্রী- সাম্বা সিঙ্গার এলজা সোয়ারেসের পরিবেশনা। মঞ্চ মাতাবেন ক্যারল কনকা, লুডমিলা, গিলবার্তো গিল, কায়েটানো ভ্যালোসো সহ বিখ্যাত সব শিল্পিরা।
For add
For add
For add
For add
for Add