for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ জুলাই ২০১৬, বৃহস্পতিবার, ২১:৩৫:৩৮
ঢাকায় আকর্ষনীয় লোগো ও ট্রফি উন্মোচনের পর গতকাল (বুধবার) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের মনোরম পর্বদুটি শেষে এখন মাঠের লড়াইয়ের অপেক্ষা। ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার এ লিগে শ্রেষ্ঠত্ব অর্জনে কঠোর অনুশীলন করছে ক্লাবগুলো। আগামী ২৪ জুলাই চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বিকাল ৪ টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। প্রথম দিন সন্ধ্যা ৭ টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা ক্লাব।
খসড়া প্রতিটি ভেন্যুতে এক রাউন্ড করে খেলা হওয়ার কথা ছিল। কিন্তু সাতটি থেকে ভেন্যু কমে চারটি হওয়ায় এখন সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রফেশনাল লিগ কমিটি। এখন এক ভেন্যুতে পরপর একাধিক রাউন্ড খেলবে ক্লাবগুলো। চূড়ান্ত ফিকশ্চার অনুযায়ী লিগের প্রথম পর্বের ৬৬ ম্যাচের মধ্যে সবেচেয়ে বেশি ২৪ টি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ ম্যাচ হবে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে। ১২ টি করে ম্যাচ হবে সিলেট ও ময়মনসিংহে।
২৪ জুলাই থেকে ৩ আগস্ট খেলা হবে চট্টগ্রামে। তারপর ৫ থেকে ১৭ আগস্ট পর্যন্ত চতুর্থ ও পঞ্চম রাউন্ড হবে ময়মনসিংহে। ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর ষষ্ঠ ও সপ্তম রাউন্ড ঢাকায় হওয়ার পর সিলেটে ১৫ থেকে ২১ সেপ্টেম্বর হবে অষ্টম ও নবম রাউন্ড। তা্রপর ২৫ সেপ্টেম্বর আবার ঢাকায় ফিরবে বিপিএল। শেষ দুই রাউন্ড হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রথম পর্ব শেষ হবে ১ অক্টোবর।
প্রথম পর্বে সবচেয়ে বেশি ১৮ দিন বিরতি ষষ্ঠ ও সপ্তম রাউন্ডের মাঝে। ২০ আগস্ট ষষ্ঠ রাউন্ড শেষ হওয়ার ২৬ আগস্ট শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এ লিগ বিরতির মধ্যে ৬ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচ ছাড়াও আছে অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল খেলা। এএফসি অনুর্ধ্ব-১৬ বাছাই পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে ২৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর।
For add
For add
For add
For add
for Add