for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ জুলাই ২০১৬, শনিবার, ২১:৩৭:৪৩
দেশের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবার ভিন্ন আমেজে শুরু করতে যাচ্ছে বাফুফে। প্রথমবারের মত এবার দেশের সাত ভেন্যুতে অনুষ্ঠিত হবে লিগটি। ২৪ জুলাই শুরু হতে যাওয়া লিগের আগে দল গুলোর ধারাবাহিক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাফুফে। পরশু (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনের প্রথম দিন হাজির হয়েছিল লিগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স ও আরামবাগ। সেই ধারাবাহিকতায় একদিন বিরতী দিয়ে আজ (শনিবার) সংবাদ সম্মেলনে আসে ঐতিয্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লি., চট্রগ্রাম আবাহনী, বিজেএমসি ও সকার ক্লাব ফেনী।
পেশাদার ফুটবল লিগের আটটি আসর শেষ হলেও এর একটিরও শিরোপা ঘরে তুলতে পারেনি মোহামেডান। এমনকি বেশ ক’মৌসুম ধরে বড় দলও গড়তে পারেনি সাদা-কালোরা। এবারের মৌসুমেও সাধারণ মানের দল গড়েছে দেশের শীর্ষ এ ক্লাবটি। তবে এই সাধারন মানের দল নিয়েই লিগে চ্যাম্পিয়নশীপের ফাইট দিতে চান মোহামেডান কোচ- কাজী জসিমউদ্দীন আহমেদ জোশি।
বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জসিমউদ্দীন আহমেদ জোশি বলেন, ‘মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েনি ঠিক। তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করার দল গড়েছে। মোহামেডান মানে একটা ঐতিহ্য এবং এর জন্য খেলোয়াড়রা সবসময়ই বাড়তি কিছু দিতে প্রস্তুত থাকে। আমরা ওপরের দিকেই লিগ শেষ করার জন্য মাঠে নামবো। লক্ষ্য থাকবে শিরোপা।’
দলের অধিনায়ক গিনিয়ান ফরোয়ার্ড ইমসমাইল বাঙ্গুরা বলেন, ‘বিশেষ কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা।’
For add
For add
For add
For add
for Add