for Add
নিজস্ব প্রতিবেদক : ১০ জুলাই ২০১৬, রবিবার, ১১:১৩:৩৩
প্রত্যাশা মতোই ফের একবার উইম্বলডন ট্রফিতে চুমু দিলেন সেরেনা উইলিয়ামস৷ সেইসঙ্গে আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেললেন এই মার্কিন টেনিস তারকা৷ বসলেন স্টেফি গ্রাফের সঙ্গে একই আসনে। জিতলেন ২২তম গ্র্যান্ড স্লাম খেতাব৷ গতকাল (শনিবার) ফাইনালে অ্যাঞ্জেলিক কারবারকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন৷ খেলার ফল ৭-৫, ৬-৩৷
সেন্ট্রাল কোর্টে ৮১ মিনিটের লড়াইয়ের শেশে হাসলেন সেরেনা৷ প্রথম সেটে চতুর্থ বাছাই জার্মানির কারবের কিছুটা লড়াই দিলেও দ্বিতীয় সেটে সেরেনার সামনে দাঁড়াতেই পারেননি তিনি৷সরাসরি সেটে জিতলেও সেরেনার জয়টা এসেছে কাঠখড় পুড়িয়েই। প্রথম সেটে তো কেউ কারও সার্ভিস ভাঙতে পারছিলেন না। শেষ পর্যন্ত ১২তম গেমে গিয়ে সেরেনা সেটি করতে পারলেন, ঘণ্টা খানেকের কাছাকাছি লাগল প্রথম সেট জিততে। দ্বিতীয় সেটেও লড়াইটা ৩-৩ গেমে সমতায় ছিল। এর পরেই সেরেনা ফিরলেন স্বরূপে, পর পর তিন গেমে দারুণ খেলে পেয়ে গেলেন জয়। আর তাতে বাঙ্ময় হলো এই বার্তাটাও, স্টেফিকে ছাড়িয়ে যাওয়াটা এখন সময়ের ব্যাপার এ মার্কিন তারকার।
For add
For add
For add
For add
for Add