for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ জুলাই ২০১৬, বৃহস্পতিবার, ১০:১৮:২১
পর্তুগাল বনাম ওয়েলস। রোনালদো বনাম বেল। ইউরো কাপের প্রথম সেমিফাইনালের আগে দ্বিতীয় বাক্যটিই বেশি আলোচিত ছিল। দুই মহারথির ওই যুদ্ধে শেষ হাসি রোনালদোর মুখে। তার অসাধারণ নৈপূন্যে দীর্ঘ এক যুগ পর পর্তুগালকে ইউরো ফাইনালে তুললেন ক্রিস্টিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সিআর সেভেনের পরপর বিস্ফোরণে ২-০ হারল গ্যারেথ বেলের ওয়েলস। দুটো গোলের পিছনেই ছিলেন রোনালদো। প্রথমে কর্নার থেকে তাঁর বিখ্যাত স্পট জাম্পে ওয়েলস ডিফেন্সকে কোনও সুযোগ না দিয়ে দুরন্ত হেড। তাতেই এগিয়ে গিয়েছিল পর্তুগাল। তার কিছুক্ষণ পরই ফের আক্রমণ শানান রোনালদো। এ বার ২৫ গজের শট। সেটা সোজা ওয়েলস গোলের সামনে নানির সামনে পড়লে তিনি অসাধারণ টাচে বল জালে ঠেলে দেন। এই জোড়া ধাক্কা আর সামলাতে পারেননি বেলরা। ২০০৪ ইউরোয় পর্তুগালকে ফাইনালে তোলার দলে নায়ক ছিলেন লুইস ফিগো। কিন্তু তিনি ফাইনালে জেতাতে পারেননি। গ্রিসের কাছে হেরেছিল। এ বার কিন্তু ফাইনালে জার্মানি বা ফ্রান্স যে দলই পড়ুক সিআর সেভেনের দাপটে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর পর্তুগাল সমর্থকরা।
For add
For add
For add
For add
for Add