for Add

বিপিএলের টাইটেল স্পন্সর জেবি গ্রুপ

BPL-Signing-1২৪ জুলাই শুরু হতে যাওয়া পেশাদার ফুটবল লিগ- বাংলাদেশ প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হয়েছে জজ ভুঁইয়া গ্রুপ (জেবি গ্রুপ)। এ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আজ (বুধবার) সাইফ গ্লোবাল স্পোর্টের সঙ্গে জজ ভূইয়া গ্রুপের চুক্তি সাক্ষরিত হয়। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদী, সাইফ গ্লোবাল স্পোর্টস লি. এর চেয়ারম্যান তরফদার মো.  রুহুল আমিন, জাজ ভূইয়া গ্রুপের চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক- ইঞ্জিনিয়ার ফয়জুর রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া বাফুফের সহ-সভাপতি মাহিউদ্দিন আহমেদ মাহি, কার্য নির্বাহী কমিটির দুই সদস্য- শওকত আলী জাহাঙ্গির ও জাকির হোসেন চৌধুরী সহ স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সারা দেশে ফুটবলকে ছড়িয়ে দিতে পেশাদার ফুটবল লিগ এবার দেশের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। এর আগে ১৮ জুলাই হোটেল সোনারগাঁয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিপিএলের লোগো ও ট্রফি উন্মোচন করা হবে। সঙ্গে থাকবে ১২ ক্লাবের ব্র্যান্ডিং অনুষ্ঠান। যে অনুষ্ঠানটি ঘরোয়া ক্রীড়ার এযাবৎ কালের সবচেয়ে বড় এবং জমকালো হবে বলে আশা তরফদার রুহুল আমিনের। ২০ জুলাই চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। মূলত উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠ খেলার উপযুক্ত করার জন্য যাতে পর্যাপ্ত সময় পাওয়া যায় একারনে খেলা মাঠে গড়ানোর চারদিন আগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

BPL-Signing-2সংবাদ সম্মেলনে সাইফ গ্লোবাল স্পোর্টস লি. এর চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘ফুটবলকে কমার্শিলাইজ করতে পারলে ফুটবলের উন্নতি হবে। ফুটবলে উন্নতি করতে হলে প্রচুর অর্থ প্রয়োজন। ফুটবল ফেডারেশন, সরকার, এএফসি, কিংবা ফিফা কারও একার পক্ষে এর উন্নতি সম্ভভ নয়। সারা পৃথিবীতে সমষ্টিগত ভাবেই ফুটবল এগিয়ে যায়। আমাদের দেশে বিভন্ন কারনে সেই কমার্শিলাইজনটা দেখা যায়নি। এই জিনিসটাকে আমরা প্রজেক্ট হিসেবে হাতে নিয়েছি।’

জজ ভুঁইয়া গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফাইজুর রহমান ভুঁইয়া বলেন, ‘বাংলাদেশের প্রাণ প্রিয় খেলা ফুটবলকে আকর্ষণিয়, মনমুগ্ধকর ও উন্নত করাই আমাদের চাওয়া। আমরা জজ ভুঁইয়া গ্রুপ অনেক আগে থেকেই খেলাধূলা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করে আসছি। ক্রিকেটে বিপিএলের দুটি দলের সঙ্গেও যুক্ত ছিলাম আমরা। এবার ফুটবলের সঙ্গে যুক্ত হতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি।’

BPL-Signing-3সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জজ ভুঁইয়া গ্রুপ এবং সাইফ গ্লোবাল স্পোর্টসকে ধন্যবাদ জানান, ‘আমি ধন্যবাদ জানাই জজ ভ’ইয়া গ্রুপকে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হওয়ার জন্য। তরফদার রুহুল আমিন সাহেবকে অভিন্দন এত তারাতারি টাইটেল স্পন্সর খুঁজে বের করার জন্য। ভাবিষ্যতে যাতে এ ধরণের স্পন্সর আরও আসে এর জন্য খেলোয়াড়দের মাঠে ভালো খেলতে হবে। আমাদের সময়ে আটটা লিগ হয়েছে। আমরা আশা করি সামনের চার বছরও সেই ধারাবাহিকতা থাকবে। আমরা সবাই এক সঙ্গে কাজ করলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব।’

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদীর আশা নতুন আঙ্গিকে শুরু হতে পেশাদার লিগ মাঠে দর্শক ফিরিয়ে আনতে সক্ষম হবে, ‘আমাদের সময়ে আমরা সফল ভাবে আটটি পেশাদার লিগ করেছি। তবে দর্শককে মাঠে আনতে পারিনি। যে সংকট কাটাতে পেশাদার লিগের নবম আসরটি ভিন্ন ভাবে আয়োজনের চিন্তা করেছি। যে সাতটি ভেন্যু নির্বাচন করা হয়েছে আমরা যদি এর সব গুলোতে খেলা ভালোভাবে আয়োজন করতে পারি তহলে আমার বিশ্বাস, সব ভেন্যুতে উপচে পড়া দর্শক আসবে।’

সব সংবাদ

সেইলর চেকমেট টুর্নামেন্টে মুগ্ধ-আজান-রাদ চ্যাম্পিয়ন সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ ভুটানের লিগ খেলতে গেলেন তহুরা-শামসুন্নাহার স্টেডিয়ামে খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ করলো বিসিবি জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু বাংলাদেশের সাফল্য ধরে রাখার লক্ষ্যে পাকিস্তান-বাংলাদেশ কাল মুখোমুখি কাল থেকে নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা দিবসে স্কুল টুর্নামেন্ট বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আসছে তুরস্ক শিরোপার হ্যাটট্রিক সোয়াদের, নতুন চ্যাম্পিয়ন নাছিমা বাহরাইনকে গোলের বন্যায় ভাসালো বাংলাদেশ টেস্টের নেতৃত্ব ছাড়লেন শান্ত ট্রায়ালে আসা প্রবাসী তরুণদের মধ্যে প্রতিভাবান কতজনকে পেল বাফুফে! চেকমেট নারায়ণগঞ্জ স্কুল দাবা টুর্নামেন্টে এন্ট্রি আহবান যুক্তরাষ্ট্রের মাটিতে কি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবে ইরান? মঙ্গলবার রাতে মিয়ানমার যাচ্ছে নারী ফুটবল দল টিএফপি ইন্ট্রা ডেপ্ট ক্রিকেটে ১১তম ব্যাচ চ্যাম্পিয়ন হামজাদের ম্যাচের টিকিট বিক্রি শেষ, বাফুফেতেই ক্ষোভ নারায়ণগঞ্জে স্কুল দাবায় সাজিদ-সাফায়েত চ্যাম্পিয়ন আবারও ডাক মারলেন সাকিব কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ২৬মে শুরু আই ই টি স্কুল দাবা শুরু শনিবার থেকে শুরু টিকিট বিক্রি, পাওয়া যাবে যেভাবে বাংলাদেশকে সিরিজ হারের লজ্জা দিলো আরব আমিরাত শতবর্ষ উদযাপন উপলক্ষে আইইটি স্কুলে ২৩ মে দাবা টুর্নামেন্ট মিরাজকে পিএসএল খেলার অনুমতি দিলো বিসিবি সাদাকালোদের রঙিন বিকেল, কুমিল্লায় শেষবাঁশি বাজতেই উল্লাস মতিঝিলে কোয়ার্টার ফাইনালের লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাচ্ছে আরচারি দল আওয়ামী আমলে বঞ্চিত ক্রীড়া সংগঠকদের নিয়ে নতুন অ্যাসোসিয়েশন মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ টাইব্রেকারে শিরোপা জিতলো বসুন্ধরা কিংস রনজিত দাস-এর আত্মজীবনী গ্রন্থ ‘ক্রীড়াঙ্গনের ফেলে আসা দিনগুলো’র প্রকাশনা উৎসব ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল ফাইনালে আবাহনীর প্রতিপক্ষ সেই কিংস মোহামেডানের কাছে আবারো হারলো বসুন্ধরা বর্ষসেরা ক্রীড়াবিদ মেহেদী হাসান মিরাজ পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ বসুন্ধরাকে হারিয়ে ফাইনালে আবাহনী বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড-২০২৪ অনিশ্চয়তায় একঝাঁক আর্চার ব্রোঞ্জের পর রৌপ্য জিতলেন সামিউল ছেলেবেলায় ফিরে যেতে ইচ্ছে করে দ্রুততম মানব-মানবী ইসমাইল-শিরিন নীড়-ওয়াদিফার প্রশংসায় ক্রীড়া উপদেষ্টা ডেভেলপমেন্ট হকিতে বিকেএসপি চ্যাম্পিয়ন শিলংয়ে পৌঁছে বিশ্রামে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীরা মোহামেডানের বিশেষ দায়িত্বে লোকমান হোসেন ভূঁইয়া রিয়াজুলকে সভাপতি ও গিয়াসকে সম্পাদক করে বরিশাল স্পোর্টিং ক্লাব গঠিত নারায়ণগঞ্জে নয়ানগর ইউনাইটেড চ্যাম্পিয়ন ঘটনাবহুল বছরে ব্যক্তিগত সাফল্য থাকলেও দলগত পারফরম্যান্স হতাশাজনক বাফুফেতে ফিরছেন সেই ছোটন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add