for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ জুন ২০১৬, বুধবার, ১৪:১২:২৪
কোপা আমেরিকার ফাইনাল শেষের দুই দিন পর প্রকাশ কারা হয়েছে টুর্নামেন্টের সেরা একাদশ। যেখানে চ্যাম্পিয়ন চিলির আট জনের সঙ্গে রানার্স-আপ আর্জেন্টিনার মেসি সহ তিনজন খেলোয়াড় ঠাই পেয়েছেন।
মেসি ছাড়া আর্জেন্টিনার অপর দুই ফুটবলার হলেন- ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ও মিডফিল্ডার হ্যাভিয়ের মাসচেরানো।
অপরদিকে চিলির আট খেলোয়াড়রা হলেন- গোলরক্ষক ও অধিনায়ক ক্লদিও ব্রাভো, তিন ডিফেন্ডার- মাওরিসিয়ো ইসলা, গ্যারি মেডেল, জিন বিসিজুর, দুই মিডফিল্ডার আর্তুরো ভিদাল, চালের্স আরানগুয়েজ এবং দুই স্ট্রাইকার- এডুয়ার্ডো ভারগাস ও অ্যালেক্সিস সানচেজ।
For add
For add
For add
For add
for Add