for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ জুন ২০১৬, সোমবার, ২১:১০:৪০
মোহামেডানের পর আবাহনীও ছিটকে গেলো প্রিমিয়ার হকির শিরোপা লড়াই থেকে। আজ (সোমবার) আবাহনীকে ছিটকে দিয়েছে মেরিনার ইয়াংস ক্লাব। মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লিগের গুরুত্বপুর্ন ম্যাচে মেরিনার্স ইয়াংস ২-১ গোলে হারিয়েছে আবাহনীকে। এ জয়ে ১৫ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে ঊষাকে টপকে শীর্ষে উঠে এলো মেরিনার্স। ১৪ ম্যাচে ঊষার সংগ্রহ ৩৮ পয়েন্ট। আবাহনী সমান ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট।
মাত্র ৯ মিনিটেই পাকিস্তানি ওয়াকাসের গোলে এগিয়ে যায় মেরিনার্স (১-০)। ২২ মিনিটে সমতা আনেন আবাহনীর পাকিস্তানি খেলোয়াড় শাফকাত রসুল (১-১)। ৬৪ মিনিটে পিসি থেকে টমাসের গোলে (২-১) ম্যাচ জয়ী হয় মেরিনার্স।
দিনের অন্য ম্যাচে রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকসহ চার গোলের সুবাদে মোহামেডান ৫-১ ব্যবধানে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। অপর গোল দাতা তাসওয়ার আব্বাস। ওয়ান্ডারার্সের হয়ে একটি গোল শোধ দেন রাকিবুল হাসান। এই জয়ে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মোহামেডান।
For add
For add
For add
For add
for Add