for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ জুন ২০১৬, সোমবার, ১৩:২৭:১০
ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলাজিয়াম। গতকাল (রবিবার) রাতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে বেলজিয়াম ৪-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। ফ্রান্সের তুলুজে ১০ মিনিটে কেভিন ডি ব্রুইনের দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে দলকে লিড এনে দেন বেলজিয়াম তারকা আলডারভাইরেল্ড। এর পাঁচ মিনিট পর নিজেই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন ডি ব্রুইন। কিন্তু রোমেলু লুকাকুর বাড়ানো বল ডি বক্সে পেয়েও কাজে লাগাতে পারলেন না ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। ৩৫ মিনিটে ডি ব্রুইনের শট গোলরক্ষকের আঙুল ছুঁয়ে আরেকটু উঁচু হয়ে ক্রসবারে লাগলে হতাশা বাড়ে বেলজিয়ামের। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় হ্যাজার্ড- ডি ব্রুইনরা।
বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে বেলজিয়াম। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৭৮ মিনিট পর্যন্ত। ৭৮তম মিনিটে বাঁ-দিক থেকে হ্যাজার্ডের আড়াআড়ি পাস পেয়ে সহজেই জালে জড়ান দুই মিনিট আগেই বদলি নামা ফরোয়ার্ড বাতসুই। পরের মিনিটে হ্যাজার্ডের গোলটি ছিল এককথায় চমৎকার। পাল্টা-আক্রমণ থেকে ডি বক্সের বাইরে বল ধরে তিন জনের বাধা এড়িয়ে ডান পায়ের নীচু শটে পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন চেলসির এই খেলোয়াড়। আর যোগ করা সময়ে চতুর্থ গোলটি করেন বদলি নামা আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার কারাসকো। আগামী শুক্রবার লিলে দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে ওয়েলসের বিপক্ষে খেলবে বেলজিয়াম।
For add
For add
For add
For add
for Add