for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ জুন ২০১৬, শুক্রবার, ২২:৪৩:২৪
ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে আবাহনীকে পেলো আরামবাগ। আজ (শুক্রবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আবাহনী ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারেননি আবাহনীর ইংরেজ মিডফিল্ডার লী টাক। দলের সেরা খেলোয়াড়টি ছাড়াই আবাহনী মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টের ফাইনালে পৌছে গেলো। এর আগে স্বাধীনতা কাপের ফাইনালও খেলেছে ধানমন্ডির ক্লাবটি।
পঞ্চম মিনিটেই এগিয়ে যায় আবাহনী। বাম প্রান্ত থেকে ওয়ালি ফয়সালের নেওয়া ফ্রি-কিক ভেসে আসে রাসেলের ডি-বক্সে। শেখ রাসেলের ডিফেন্ডাররা আবাহনী ফরোয়ার্ড সানডে চিজোবাকে মার্ক করতে পারেননি। বুকে বল নিয়ে গোলের উদ্দেশে ব্যাক-ভলি করেন সানডে। পেছনে বল পেয়ে যান সেনেগালিজ ফরোয়ার্ড কামারা সাররা, সাইড হেডে বল তিনি জড়িয়ে দেন জালে।
তিন মিনিট পর আবারও এগিয়ে যেতে পারতো আবাহনী। কিন্তু সানডের প্লেসিং সাইড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।
শেখ রাসেল খেলায় ফিরে ৬৩ মিনিটে। ক্যামেরুনিয়ান ফরোয়ার্ড পল এমিলের বাড়ানো বল ধরে ঠাণ্ডা মাথায় দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান রোম্মান। বেশিক্ষণ সমতা থাকেনি ম্যাচে। ৬৮ মিনিটে সানডে চিজোবা গোল করে ফাইনালে তোলেন আবাহনীকে।
For add
For add
For add
For add
for Add