for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ জুন ২০১৬, শুক্রবার, ১৭:৫৬:৩৪
সর্বশেষ আইপিএল চলাকালেই আভাসটা মিলেছিল। যা সত্যি হতে যাচ্ছে অবশেষে। এখন থেকে প্রতি বছর দুটি করে আসার বসবে আইপিএলের। আগামী সেপ্টেম্বরে বসবে আইপিএলের মিনি আসার। আজ (শুক্রবার) বিসিসিআইয়ের নির্বাহী কমিটির সভা শেষে সেটারই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর।
সভাশেষে অনুরাগ ঠাকুর বলেছেন, ‘সেপ্টেম্বর মাসে আট দলের অংশগ্রহণে মিনি আইপিএল বা আইপিএল ওভারসিজ আয়োজন করবে বিসিসিআই। এটা ছোট সংস্করণে হবে, হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ থাকবে না। ম্যাচও অনেক কম হবে। দুই সপ্তাহের মধ্যেই শেষ হবে টুর্নামেন্ট।’
আইপিএলের আটটি দলই অংশ নেবে এই সংক্ষিপ্ত সংস্করণে। আইপিএলের এই বিশেষ আসরটি ভারতের বাইরে আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। তবে সেটা কোথায় হবে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি তারা।
For add
For add
For add
For add
for Add