for Add
নিজস্ব প্রতিবেদক : ২৩ জুন ২০১৬, বৃহস্পতিবার, ১৭:৩৭:৪৭
ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে হাঙ্গেরির সঙ্গে ৩-৩ গোলে ড্র করে ইউরোর শেষ ষোল নিশ্চিত করেছে পর্তুগাল। এই ড্রতে ১ পয়েন্ট পেয়ে এফ গ্রুপের তৃতীয় হয়েও নক আউট পর্ব নিশ্চিত হয়েছে পর্তুগালের। মূলত তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্যায়ের সেরা চারটি তৃতীয় স্থানের দলের একটি হয়ে নক-আউট পর্বে উঠেছে রোনালদোর দল।
তিন তিন বার পিছিয়ে পড়েও একমাত্র রোনালদোর নৈপুন্যেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে পর্তুগাল। ১৯ মিনিটে জলটান গেরার দুর্দান্ত এক গোলে এগিয়ে গিয়েছিল হাঙ্গেরি। পর্তুগালের সামনে তখন গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা। তবে বিরতির ঠিক আগেই সমতায় ফেরে পর্তুগাল। রোনালদোর থ্রু থেকে গোল করলেন নানি।
কিন্তু বিরতির ঠিক পরেই আবার এগিয়ে যায় হাঙ্গেরি। বালাস জুদজাকের ফ্রিকিক পর্তুগালের একজনের গায়ের লেগে দিকবদল করে ঢুকে যায় জালে। তিন মিনিট পরেই জোয়াও মারিয়ার ক্রস থেকে দুর্দান্ত এক ব্যাকফ্লিকে পর্তুগালকে আবার সমতা ফেরান রোনালদো। এই গোলের মধ্য দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে পর পর চার ইউরোতে গোলের রেকর্ডও হয়ে যায় রোনালদোর।
কিন্তু নাটকের তখনো আরও বাকি। ৫৫ মিনিটে আবার গোল জুদজাকের। হাঙ্গেরি লিড পায় আবারও (৩-১)। ৬২ মিনিটে আবারও পর্তুগালের ত্রাতা রোনালদোর । এবার রিকার্ডো কারেসমার ক্রসে হেড করে বল জালে জড়ান রোনালদো।
For add
For add
For add
For add
for Add