for Add
: ২৩ জুন ২০১৬, বৃহস্পতিবার, ১৭:৩৭:০৫

ইতালিকে হারিয়ে ইউরো কাপের শেষ ষোলোয় উঠেছে আয়ারল্যান্ড। গতকাল (বুধবার) রাতে ‘ই’গ্রুপের শেষ ম্যাচে ১-০ গোলের পায় আইরিশরা। ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আয়ারল্যান্ড। মিডফিল্ডার জেফ হেনড্রিকের শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে গেলে বেঁচে যায় ইতালি। ২১ মিনিটে আইরিশ ফরোয়ার্ড ড্যারিল মার্ফির শট কোনোমতে ঠেকান নিয়মিত গোলরক্ষক বুফনের পরিবর্তে নামা সালভাতোরে সিরিগু। প্রথমার্ধে উল্লেখযোগ্য তেমন কোন আক্রমণ করতে পারেনি ইতালি।
বিরতি থেকে ফিরে অনেকটা ছন্দে দেখা যায় ইতালিকে। ৫৩ মিনিটে মিডফিল্ডার মাত্তিয়া দে সিলিওর বাড়ানো বলে সিমোনে জাজার করা ভলি ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়। আর ৭৭ মিনিটে বদলি নামা লরেন্সো ইনসিনিয়ের শট পোস্টে লাগলে হতাশা বাড়ে ইতালির। ৮৫ মিনিটে জয়সূচক গোল করেন আয়ারল্যান্ডোর রবি ব্র্যাডি। বাকি সময় আর গোল না হলে শেষ ষোলোতে যাওয়ার আনন্দ নিয়েই মাঠ ছাড়ে আইরিশরা।
For add
For add
For add
For add
for Add