for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ জুন ২০১৬, বুধবার, ১১:৫২:৫৭
কোপা আমেরিকায় টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আজ (বুধবার) অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মেসিরা ৪-০ গোলে হারিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে। মেসি নিজে এক গোল করেছেন, দুটি করিয়েছেন। এ ম্যাচের গোলে তিনি ছড়িয়ে গেছেন বাতিস্তুতার রেকর্ড। তিনি এখন আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
ম্যাচটা ছিল একতরফা। তৃতীয় মিনিটেই মেসির আলতো বাতাসে ভাসানো বলে দারুণ হেড করে দলকে এগিয়ে দেন এজেকিয়েল লাভেজ্জি। ৩২ মিনিটে ফ্রি কিক থেকে বল জালে পাঠিয়ে ঐতিহাসিক গোলটি করেছেন মেসি। আর্জেন্টিনার হয়ে তার গোল ৫৫টি, বাতিস্তুতার ৫৪টি।
২-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের ম্যাচে ফিরতে দ্রুতই এক গোল প্রয়োজন ছিল। কিন্তু উল্টো আর্জেন্টিনাই দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোল করে যুক্তরাষ্ট্রের শেষ সম্ভাবনাও শেষ করে দিল। নিখুঁত গোলশিকারির মতো বল জালে পাঠালেন হিগুয়েইন। ৮৬ মিনিটে টানা দ্বিতীয় ম্যাচে নিজের দ্বিতীয় গোল করলেন এই স্ট্রাইকার। এবারও গোল বানিয়ে দিয়েছেন মেসি।
For add
For add
For add
For add
for Add