for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ জুন ২০১৬, রবিবার, ২১:৫৮:১৭
আবাহনী-দোলেশ্বরের মধ্যকার স্থগিত ম্যাচটি নিয়ে চার সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেন ম্যাচটি স্থগিত হলো সেটি জানতেই মূলত এই কমিটি গঠন করেছে বিসিবি। কমিটিতে আছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টেংকু, ডিসিপ্লিন্যারি কমিটি থেকে শেখ সোহেল, টেকনিক্যাল কমিটি থেকে আতাহার আলী খান ও বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান।আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের কাছে রিপোর্ট চেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ (রবিবার) বিসিবির কার্যনির্বাহী সভা শেষে নাজমুল হাসান পাপন বলেন এ প্রসঙ্গে বলেন, ‘আমরা একটি কমিটি করে দিয়েছি। মূল ঘটনা জানিয়ে তারা ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাঠাবেন। রিপোর্ট দেখে তারপর ওই ম্যাচ নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।’
পয়েন্ট টেবিলের সমীকরণে গুরুত্বপূর্ণ আবাহনী-দোলেশ্বর স্থগিত ম্যাচটি। শিরোপা জয়ের রেসে আছে দল দুটি। যেখান থেকে ম্যাচটি শেষ হয়েছিল সেখান থেকে শুরু হলে দোলেশ্বরের ঝুঁলিতে যেতে পারে দুটি পয়েন্ট। বিকেএসপিতে আবাহনীর অধিনায়ক তামিম ইকবালের বাজে আচরণের কারণে আম্পায়াররা খেলা বন্ধ করার আগে ৪৫ ওভারে ১৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৭ ওভারে দুই উইকেট হারিয়ে ৫৯ রান তোলে দোলেশ্বর।
২২ জুন শেষ হবে প্রিমিয়ার লিগের আসর। তবে আবাহনী-দোলেশ্বর ম্যাচের কোন সিদ্ধান্ত না হওয়ায় কোন দল চ্যাম্পিয়ন হচ্ছে সেটা জানা হয়ত সম্ভব হবে না সেদিন। কারন এই ম্যাচের ফল প্রভাব ফেলবে চ্যাম্পিয়ন নির্ধারনে।
For add
For add
For add
For add
for Add