for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ জুন ২০১৬, শনিবার, ১৫:২১:১৬
তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইউরোর শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেছে গত দুই আসরের চ্যাম্পিয়নরা। ফলে বলা যায় হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে এক ধাপ এগিয়ে গেল ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ফ্রান্সের নিসে গতকাল (শুক্রবার) আগের ম্যাচের চেয়েও অনেক বেশি ধারালো ছিল স্পেন। মোরাতা-নলিতো দুইজনেই বার বার আতঙ্ক ছড়িয়েছেন তুর্কি রক্ষণে। ম্যাচের ৩৪ মিনিটে নলিতোর ক্রস থেকে মাথা ছুঁইয়ে প্রথম গোল পেয়েছেন মোরাতা। তিন মিনিট পর গোল পেয়েছেন নলিতো, তুর্কি রক্ষণের ভুলের একটা সুযোগ পেয়ে বল জড়িয়ে দিয়েছেন জালে।
বিরতির পর জর্দি আলবার ক্রস থেকে সহজ সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি মোরাতা।টুর্নামেন্টের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে পেয়েছেন জোড়া গোল। যদিও রিপ্লেতে দেখা গেছে আলবা অফসাইডে ছিলেন। তবে সেটা নিয়ে অনুযোগ করার কোনো সুযোগ নেই তুরস্কের।
চেক রিপাবলিক ও ক্রোয়েশিয়ার মধ্যে হওয়া ‘ডি’ গ্রুপের অন্য ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
For add
For add
For add
For add
for Add