for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ জুন ২০১৬, বুধবার, ২০:৫০:১৭
দুঃস্বপ্নের শুরু আগের দিনই। ফেডারেশন কাপ ফুটবলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের মধ্য দিয়ে। তবে সেই দুঃখ দূরে ঠেলে আজকের (বুধবার) দিনটি মোহামেডানের জন্য হতে পারতো সোনায় মোড়ানো। কিন্তু দুঃস্বপ্ন যখন আসে, সব বোধ হয় ডালাপালা মেলেই আসে। সকালে ক্রিকেটে আবাহনীর কাছে বড় ব্যাবধানে হেরে সাদা-কালো দর্শকদের মন ছিল ভরাক্রান্ত। তা আরও বাড়িও দিল হকি দল। গ্রিন ডেল্টা প্রিমিয়ার লিগে তারা হারলো মেরিনার্সের কাছে। চয়নদের বিপক্ষে জিমিদের হার ৩-১ গোলের।
অথচ মওলানা ভাসানী স্টেডিয়ামে খেলায় প্রথমে এগিয়ে গিয়েছিল মোহামেডানই। ৭ মিনিটে পাওয়া পেনাল্টি কর্ণার থেকে গোলটি আসে ইমরানের স্টিকে। ১৫ মিনিটে সমতায় ফিরে মেরিনার্স। তীব্র উত্তেজনার ম্যাচে আম্পায়ারের সঙ্গে কথাকাটাকাটিতে প্রথমার্ধের শেষ দিকে সবুজ কার্ড দেখেন মোহামেডান অধিনায়ক জিমি। যে কারনে খেলা বন্ধ থাকে ১০ মিনিটেরও বেশি।
দ্বিতীয়ার্ধে কৌশিকের গোলে এগিয়ে যায় মেরিনার্স। মোহামেডান গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠলে জমে ওঠে ম্যাচ। কিন্তু হতাশার দিনে মোহামেডানের দিকে ভাগ্য ফিরে তাকায়নি। উল্টো শেষ মিনিটে গোল হজম করে মোহামেডান। ৩-১ গোলের জয় পায় মেরিনার্স।
লিগে মোহামেডানের এটি প্রথম হার। এই হারে ১০ খেলায় ২৩ পয়েন্ট মোহামেডানের। মেরিনার্সের পয়েন্ট ২৫। সমান খেলায় ২৮ পয়েন্ট নিযে শীর্ষে ঊষা। দ্বিতীয় স্থানে আছে আবাহনী। তাদের পয়েন্ট ২৬।
For add
For add
For add
For add
for Add