for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ জুন ২০১৬, রবিবার, ২০:৫৪:১৭
বৃষ্টিতে বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচটি নেমে এসেছিল ৪৫ ওভারে। তাতে টস হেরে প্রইম দোলেশ্বরের বিপক্ষে আগে ব্যাট করে ১৯২ রানের টার্গেট দাড় করায় আবাহনী। কিন্তু ম্যাচটি পুরো শেষ হতে পারেনি। গণ্ডগোলে পন্ড হয়েছে খেলা। এখন সিসিডিএমের উপর নির্ভর করছে ম্যাচটির ভাগ্য।
দোলেশ্বরের ইনিংসের ১৬তম ওভারের ঘটনা। সাকলাইন সজীবের বলে রকিবুল হাসানের বিরুদ্ধে একটি স্টাম্পিংয়ের আবেদনে আম্পায়ারা সাড়া না দিলে উত্তপ্ত হয়ে ওঠে আবাহনী শিবির। ১৭তম ওভারে খেলা গড়ালেও তখনও চলতে থাকে আবাহনী দর্শকদের গালিগালাজ। লাগামহীন গালিগালাজে বাধ্য হয়ে মাঠ ছাড়েন দুই আম্পায়ার। ১৭ ওভারে দুই উইকেট হারিয়ে তখন ৫৯ রান তোলেছে দোলেশ্বর।
পরে আম্পায়াররা মাঠে ফিরে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে দোলেশ্বরের জন্য নতুন টার্গেট নির্ধারণ করে। যা মেনে নিতে চায়নি দোলেশ্বর। ফলে ম্যাচটির স্তগিত ঘোষণা করা হয়। এখন সিসিডিএমের নেওয়া সিদ্ধান্তের উপর নির্ভর করছে সব কিছু।
For add
For add
For add
For add
for Add