for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ জুন ২০১৬, শনিবার, ২২:০৮:৩০
আলবেনিয়া আর সুইজারল্যান্ড দলের ১৫ জন খেলোয়াড়ই খেলতে পারতেন যে কোন এক দেশের হয়ে। ৯ জন কসোভো আলবেনিয়ান নিয়ে গড়া সুইজারল্যান্ড দল। আর আলবেনিয়া দলের ৬ জন খেলতে পারতেন সুইজারল্যান্ডের হয়েও। আন্তর্জাতিক ম্যাচ হওয়া সত্ত্বেও তাই পুরো ৯০ মিনিট জুড়েই অনেকটা ‘ডার্বির’ স্বাদ পাওয়া গেল! আর সেই ডার্বিতে আলবেনিয়াকে ১-০ গোলে হারাল সুইজারল্যান্ড।
ম্যাচের পঞ্চম মিনিটেই গোল পেয়ে যায় সুইসরা। স্টোক সিটির মিডফিল্ডার জার্দান শাকিরিরি অসাধারণ পাসে দলকে ১-০ গোলে এগিয়ে দেন শার। তবে এরপর আর কোন দল গোল করতে পারেনি। ফেলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।
For add
For add
For add
For add
for Add