for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ জুন ২০১৬, শনিবার, ১৫:৫৩:২২
ইউরোর উদ্বোধনীতে ডেভিড গুয়েতার গান ও ডিজেয়িংয়ের সঙ্গে গলা মেলালেন জারা লারসন৷ সঙ্গে ১৫০ জনের ড্যান্স ট্রুপের ফ্রান্সের জনপ্রিয় ‘কানকান’ নাচ৷ এথাড়াও থাকল ফরাসি বিমানবাহিনীর সাতটি তে-রঙা বিমানের ধোঁয়া ছেড়ে স্টেডিয়ামের উপর দিয়ে উড়ে যাওয়া৷ এসবই হল প্যারিসে ইউরো ২০১৬এর জমকালো শো’তে৷ কিন্ত তবুও উদ্বোধনী অনুষ্ঠানে মন ভরেনি ইউরোপ্রেমীদের৷ কিন্তু মন ভরিয়ে দিল ফ্রান্স-রোমানিয়ার টুর্নামেন্টের প্রথম ম্যাচ৷
প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে ছিল টানটান উত্তেজনা৷ ম্যাচের ৫৮ মিনিটে ফ্রান্সের হয়ে প্রথম গোলের খাতা খোলেন অলিভার জিরুদ৷ ওয়েস্ট হ্যামের মিডিও দিমিত্রি পায়েতের দুর্দান্ত ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন আর্সেনালের স্ট্রাইকার৷
কিন্তু দিদিয়ের দেঁশমের মুখের হাসি বেশিক্ষণ স্থায়ী হয়নি৷ ৬ মিনিটের মধ্যেই রোমানিয়া ম্যাচে ফিরে আসে৷ ফরাসি ডিফেন্ডার প্যাট্রিস এভরা ডি বক্সে প্রতিপক্ষের মিডফিল্ডার নিকোলাই স্তানিসিউকে ফাউল করলে পেনাল্টি পায় রোমানিয়া। তা থেকে দলকে সমতায় ফেরান লেফট উইঙ্গার স্তানিসিউই৷ আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে অবশেষে ৮৯ মিনিটে বিশ গজ দূর থেকে জোরালো বাঁকানো শটে ফ্রান্সের জয় নিশ্চিত করেন সেই পায়েত।
For add
For add
For add
For add
for Add