for Add
নিজস্ব প্রতিবেদক : ১০ জুন ২০১৬, শুক্রবার, ২১:২৯:৩৭
দল ড্র করার পর মোহামেডানের হতাশ কিছু সমর্থক উত্তর গ্যালারিতে বসে দেখেছে আবাহনী ও আরামবাগের মধ্যেকার ফেডারেশন কাপের রাতের ম্যাচটি। বিকেলের দু:খ তাদের কিছুটা কমিয়ে দিয়েছে আরামবাগ। মোহামেডানের ড্রয়ের দিনে হেরে ঘরে ফিরেছে আবাহনী। আজ (শুক্রবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আরামবাগ ১-০ গোলে হারিয়েছে আবাহনী। আরামবাগের জয়সূচক গোলটি করেন মোহাম্মদ আব্দুল্লাহ।
ম্যাচের পর পশ্চিম গ্যালারীর সমর্থকরা ক্ষোভ ঝাড়েন আবাহনীর কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের গালিগালাজ করে। বিকেলে মোহামেডানের ড্রয়ে হাততালি দেয়া সমর্থকদের রাতে ঘরে ফিরতে হয়েছে মাথা নিচু করে হারের লজ্জ্বা নিয়ে। জাতীয় দলের সাত ৭ খেলোয়াড় নিয়ে গড়া আবাহনীকে হারিয়ে বড় চমকই দেখিয়েছে আরামবাগ। শেষ ২৪ মিনিট ১০ জন নিয়ে খেলেছে আবাহনী। অধিনায়ক আরিফুল হক দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি ওই সময় আবাহনী চড়াও হয়ে খেললেও গোল আদায় করতে পারেনি।
২৫ মিনিটে আরামবাগের মিডফিল্ডার মো. আবদুল্লাহ গোল করে নিস্তব্ধ করে দেন পশ্চিম গ্যালারী । সম্মিলিত আক্রমণের পর বক্সের ওপরে বল পেয়ে যান নাইজেরিয়ান ফরোয়ার্ড কেস্টার আকন। দুই ডিফেন্ডার ওয়ালি ফয়সাল ও তপু বর্মনের রক্ষণব্যূহ ভেঙ্গে ঠেলে দেন আবদুল্লাহকে। আলতো প্লেসিং শটে জালে বল জড়িয়ে দেন তিনি।
For add
For add
For add
For add
for Add