for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ জুন ২০১৬, মঙ্গলবার, ২১:৫৯:১৯
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ রাউন্ডে আগামীকাল (বুধবার) বাঁচা মরার ম্যাচে শেখ জামালের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লি.। লিগের এক পর্যায়ে শীর্ষে থাকা মোহামেডানের এ ম্যাচে জয়ের বিপল্প নেই। কেননা মাঝে বেশ কিছু ম্যাচ হেরে নিজেদের সুপার লিগে খেলার পথটা কঠিন করে ফেলা মুশফিকদের পয়েন্ট এখন ১২। শেখ জামালের বিপক্ষে জয় পেলেই সুপার লিগ নিশ্চিত হবে দলটির। আর হারলেই স্বপ্ন ভঙ্গের বেদনায় পুড়তে হতে পারে এক পর্যায়ে পয়েন্ট টেবিলের সবার উপরে থাকা দলটির।
তবে মোহামেডান কাল হারলেও কিছুটা সম্ভাবনা থেকে যবে। সেক্ষেত্রে আসলে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দুই ম্যাচের দিকে। যে দুই ম্যাচের মধ্যে ফতুল্লায় অনুষ্ঠিতব্য ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টিতে মাঠ প্রস্তুত না থাকায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।
এই মূহুর্তে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মোহামেডানের সঙ্গে সুপার লিগে উঠার লড়াইয়ে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্রও। আগামীকাল শেখ জামাল যদি মোহামেডান এবং গাজী গ্রুপ যদি ভিক্টোরিয়া বিপক্ষে জেতে তাহলে এই তিন দলের পয়েন্টও হবে ১২। সেক্ষেত্রে মোট ৫ দল ১২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে যাওয়ার লড়াইয়ে থাকবে। আগেই চারটি দলের সুপার লিগ নিশ্চিত হয়ে যাওয়ার কারণে এখান থেকে বাকি দুটি দল নেট রান রেটের হিসেবে সুপার লিগ উত্তীর্ণ হবে ।
তবে মোহামেডান কাল জিতলে সরাসরি উঠে যাবে সুপার লিগে।
For add
For add
For add
For add
for Add