for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ জুন ২০১৬, মঙ্গলবার, ২০:৩১:৪০
তাজিকদের মাঠে ৫-০ গোলে হারায় আজ (মঙ্গলবার) নিজেদের মাঠে প্রথম একাদশে বড়সড় পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল মামুনুলরা। দুশানবেতে খেলা দলের সেরা একাদশ থেকে ৫ জনকে বাদ দিয়ে আজকের একাদশ সাজিয়েছিলেন বাংলাদেশের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। কিন্তু এই বদলে কোন লাভ হলো না। হারের বৃত্তেই রয়ে গেল বাংলাদেশ। অবশ্য সান্তনা একটাই আগের ম্যাচের মত বড় ব্যবধানে নয়। আজকের পরাজয় ১-০ গোলের।
গোলপোস্টের নিচে আজ শহিদুল ইসলামের জায়গায় আসেন আশরাফুল ইসলাম রানা। এছাড়া শাহেদুল আলম, নাসিরুল ইসলাম, ফয়সাল মাহমুদ ও আরিফুল ইসলামের বদলে নাসিরউদ্দিন চৌধূরী, সোহেল রানা, মামুন মিয়া ও ইমন মাহমুদকে নামান কোচ। এই পরিবর্তনের পরও সপ্তম মিনিটেই এগিয়ে যায় তাজিকিস্তান।
আখতাম নাজারভের বাঁকানো ফ্রি-কিকে গোলরক্ষক রানা পরাস্ত হন। তাজিকরা এগিয়ে যায় ১-০ গোলে। এরপর বাংলাদেশ দুই-একটি ভালো সুযোগ তৈরি করতে পারলেও স্টাইকারদের ব্যার্থতায় গোল করা সম্ভব হয়নি। তবে হারেলও এখনো এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার সুযোগ থাকছে বাংলাদেশের। সে ক্ষেত্রে ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১১ অক্টোবর ভুটানের মাঠে প্লে-অফের দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে জিততেই হবে মামুনুলদের।
For add
For add
For add
For add
for Add