for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ জুন ২০১৬, সোমবার, ২১:৩৫:২৯
গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে ওয়ারি ক্লাবের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে মেরিনার্স ইয়াং ক্লাব। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ (সোমবার) শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৪-২ গোলে জয় তুলে নেয় তারা।
খেলার ৭ মিনিটেই মূসা মিয়ার গোলে এগিয়ে যায় ওয়ারি। ১৬ মিনিটে আরশাদ হোসেন মেরিনার্সকে সমতায় ফিরালেও ২৮ মিনিটে আবরও ওয়ারিকে এগিয়ে দেন মূসা মিয়া। তবে প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুই আগে চয়নের গোলে সমতায় ফিরে মেরিনার্স। দ্বিতীয়ার্ধে রাকিব ও ওয়াকারের গোল করলে জয় নিশ্চিত হয় মেরিনার্সের।
দিনের অন্য খেলায় সোনালী ব্যাংককে ৫-৪ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব।
For add
For add
For add
For add
for Add