for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ জুন ২০১৬, সোমবার, ২০:২৬:৫০
বৃষ্টি করলে পড়ে রিজার্ভ ডেতে গড়িয়েছে দুই কলাবাগানের ম্যাচ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাশরাফির কলাবাগান ক্রীড়াচক্র ও কলাবাগান একাডেমীর ম্যাচে খেলা হয়েছে মাত্র ১৪.২ ওভার। বাকি ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।
সুপার লিগ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততেই হবে এমন সমীকরন নিয়ে মাঠে নেমে একাডেমির বিপক্ষে শুরুটা দারুণ করেছিল কলাবাগান ক্রীড়া চক্র। টস জিতে বোলিংয়ে নেমে ৩৫ রানেই কলাবাগান একাডেমির ৪ উইকেট নিয়েছিল কলাবাগান ক্রীড়া চক্র। ১৪.২ ওভারে রান যখন ৪ উইকেটে ওই ৩৫, বৃষ্টিতে বন্ধ হয় খেলা। শেষ পর্যন্ত দেড়টার দিকে নামা তুমুল বৃষ্টিতে দিনের খেলাই ভেস্তে যায়। আগামীকাল (মঙ্গলবার) একই মাঠে রিজার্ভ ডেতের খেলা অনুষ্ঠিত হবে।
For add
For add
For add
For add
for Add