for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ জুন ২০১৬, সোমবার, ১৩:২১:২০
অ্যান্ডি মারেকে হারিয়ে মৌশুমের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম তথা ফরাসি ওপেন জিতে নিলেন নোভাক জকোভিচ৷ প্রথমবার রোলাঁ গাঁরোর ক্লে কোর্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন সার্বিয়ান টেনিস তারকা৷ চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতেই ইতিহাস সৃষ্টি করলেন তিনি৷
শুরুতেই লড়াই দিয়েছিলেন মারে৷ কিন্তু জোকার’কে ইতিহাস গড়া থেকে আটকাতে পারলেন না স্কট তারকা৷ প্রথম সেট জিতলেও পরের তিনটি সেটে বিশ্বের এক নম্বরের সামনে দাঁড়াতে পারেননি মারে৷ প্রথম সেট হেরে দুরন্ত প্রত্যাবর্তন করেন জকোভিচ৷ চার সেটের (৩-৬,৬-১,৬-২,৬-৪) লড়াই জিতে নেন৷ সার্ভিস, রিটার্নস ও উইনারে মারেকে উড়িয়ে দিয়ে টানা তিন সেট জিতে নেন জকোভিচ৷
এ নিয়ে মোট ১২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক হলেন জকোভিচ৷ একই সঙ্গে এদিন কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেন সার্বিয়ান তারকা৷ বিশ্বের তৃতীয় পুরুষ হিসেবে মরশুমের চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়েন জকোভিচ৷ রজার ফেডেরার, রাফায়েল নাদাল না-পারলেও পারলেন জকোভিচ৷ তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে রড লেভার ও ডোনাল্ড বজের৷
For add
For add
For add
For add
for Add