for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ জুন ২০১৬, শনিবার, ১৯:৫৩:৩৬
ওপেনার আব্দুল মাজিদের সেঞ্চুরিতে ব্রাদার্স ইউনিয়নকে ১১২ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগের সুপার লিগ নিশ্চিত করলো ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ (শনিবার) টস জিতে প্রথমে ব্যাট করে ৩০২ রানের বড় সংগ্রহ দাড় করায় ভিক্টোরিয়া। জবাবে ১৯০ রানে গুটিয়ে যায় ব্রাদার্সের ইনিংস।
দুই ওপেনার আব্দুল মাজিদ ও ফজলে মাহমুদের ১৭০ রানের ওপেনিং জুটিই জয়ের বড় ভিত গড়ে দেয় ভিক্টোরিয়াকে। ফজলে মাহমুদ ৭১ রানে ফিরে গেলেও মাজিদ তুলে নেন সেঞ্চুরি। ১১৭ বলে ৪ ছয় ও ১১ টি চারে ১১৮ রান করে আউট হন এই ওপেনার। ব্রাদার্সের নাবিল সামাদ ৪ উইকেট নেন। এছাড়া ইফতেখার সাজ্জাদ ও আসিফ হাসান ২টি করে এবং মোহাম্মদ শহীদ ১ উইকেট নেন।
জবাব দিতে নামলে বাদ্রার্স ব্যাটসম্যানদের শুরু থেকেই চাপে রাখে ভিক্টোরিয়ার বোলাররা। অধিনায়ক তুষার ইমরানই কেবল বুক চিতিয়ে লড়ে গেছেন। ৯৩ রানের লড়াকু এক ইনিংস খেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। কিন্তু নিয়মিত বিরতীতে উইকেট হারিয়ে ৪৫.৩ ওভারে ১৯০ রানে অল আউট হয় গোপীবাগের দলটি।
সংক্ষিপ্ত স্কোর:
ভিক্টোরিয়া: ৫০ ওভারে ৩০২/৯ (মাজিদ ১১৮, মাহমুদ ৭১, মুমিনুল ০, আল আমিন ৩৩, চতুরঙ্গা ২৩, নাদিফ ৩, ধীমান ২৬, সোহরাওয়ার্দী ১১, মাহবুবুল ৫*, এনামুল ৭, রাব্বি ০*; নাবিল ৪/৫০, ইফতেখার ২/৪৫, আসিফ ২/৬৬, শহীদ ১/৫৩)
ব্রাদার্স ইউনিয়ন: ৪৫.৩ ওভারে ১৯০ (শাহরিয়ার ১, ইমরুল ৮, তুষার, জাকির ৮, সাজ্জাদ ২, সাদিকুর ৭, রুমান ১৮, নুর আল ০, শহীদ ১, আসিফ ২৩, নাবিল ০*; মাহবুবুল ৩/৩৩, রাব্বি ২/২৫, আল আমিন ২/৩৪, এনামুল ১/১৫, সোহরাওয়ার্দী ১/৩৬)
ফল: ভিক্টোরিয়া ১১২ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: আব্দুল মাজিদ।
For add
For add
For add
For add
for Add