for Add
নিজস্ব প্রতিবেদক : ৪ জুন ২০১৬, শনিবার, ১৭:৫৫:২৪
তিন নম্বর পট থেকে চট্টগ্রাম আবাহনীর নামটি যখন‘বি’গ্রুপের সবশেষ দল হিসেবে বসলো তখনই বাফুফে ভবনের সভাকক্ষে সবার কৌতুহল এক নম্বর পট থেকে এই গ্রুপে কোন দল আসে তা দেখার। শেখ জামাল, শেখ রাসেল, মোহামেডান ও আবাহনী-শীর্ষ বাছাই এই চার দলের মধ্যে যার নামই উঠুক‘বি’গ্রুপই হবে সবচেয়ে আলোচিত। শেষ পর্যন্ত শেখ রাসেল ক্রীড়া চক্রের স্থান হয়েছে গ্রুপ‘বি’এর শীর্ষে। মাঝে দ্বিতীয় বাছাই পট থেকে বসেছে মুক্তিযোদ্ধা। এক কথায় মৃত্যুকূপ হয়েছে গ্রুপ‘বি’। ফেডারেশন কাপ ফুটবলের লোগো উম্মোচণ ও গ্রুপিংয়ে আকর্ষন বলতে এতটুকুই। আগামী ১০ জুন মাঠে গড়াবে মৌসুমের দ্বিতীয় আসর ফেডারেশন কাপ। ১২ দলের এ টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন। আজ (শনিবার) বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে লোগো উম্মোচণ, গ্রুপিং এবং একই সঙ্গে পৃষ্ঠপোষক কোম্পানীর সঙ্গে চুক্তি। বাফুফের পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য আবদুর রহিম, ইলিয়াছ হোসেন, ফজলুর রহমান বাবুল, জাকির হোসেন চৌধুরী, মাহউদ্দিন আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাধারণত প্রিমিয়ার লিগের ওয়ার্ম-আপ টুর্নামেন্ট হিসেবে ধরা হলেও এবার এটি মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট। স্বাধীনতা কাপ দিযে মৌসুম শুরু হয়েছে এবার। আর যেটি জিতে নেয় চট্টগ্রাম আবাহনী। আবাহনী লিমিটেড ঢাকা, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লি. ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে শীর্ষ বাছাই দল হিসেবে বিবেচনায় নিয়ে চার গ্রুপে ভাগ করা হয়।
বিকাল চারটায় ও সন্ধ্যা সাড়ে সাতটায় দিনে দুটি করে গ্রুপ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। ছয় দিনে গ্রুপ পর্যায়ের খেলা শেষ হবে। প্রতি গ্রুপ থেকে দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। ২২ ও ২৩ জুন হবে দুটি সেমিফাইনাল। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৬ জুন।
গ্রুপিং
‘এ’গ্রুপ : আবাহনী লি: ঢাকা, সকার ক্লাব, ফেনী, আরামবাগ ক্রীড়া সংঘ
‘এ’গ্রুপ : শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনী
‘এ’গ্রুপ : শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লি:, ব্রাদার্স ইউনিয়ন, উত্তর বারিধারা
‘এ’গ্রুপ : মোহামেডান স্পোর্টিং ক্লাব লি:, টিম বিজেএমসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি
For add
For add
For add
For add
for Add