for Add
নিজস্ব প্রতিবেদক : ২ জুন ২০১৬, বৃহস্পতিবার, ১৯:৪৮:৫৭
ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে তিন ধাপ অবনমিত হয়েছে বাংলাদেশের। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে মামুনুলদের অবস্থান এখন ১৮১ নম্বরে। নতুন র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে বেলজিয়াম।
র্যাংকিংয়ের জুন মাসের এডিশন প্রকাশে মোট ৪৯টি ম্যাচ বিবেচনায় নিয়েছে ফিফা। এর মধ্যে ৪৫টিই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।বাকি চারটি ওশেনিয়া অঞ্চলের ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ।
২০১৬ ইউরো সামনে রেখে ইউরোপিয়ান দলগুলো আন্তজার্তিক প্রীতি ম্যাচ নিয়ে ব্যস্ত সময় পার করায় র্যাংকিংয়ে শীর্ষ ৫০টি অবস্থানেও বেশ রদবদল হয়েছে। শীর্ষ দশে চারটি পরিবর্তন হয়েছে। এক ধাপ করে এগিয়ে তিনে কলম্বিয়া ও চার নম্বরে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দুই ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি।
আগের ছয় নম্বর অবস্থানেই ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। দশ রেটিং পয়েন্ট পিছিয়ে সাতে নেইমারের ব্রাজিল। অন্যদিকে ইউরোর এবারের আসরের আয়োজক ফ্রান্স তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছে।
For add
For add
For add
For add
for Add