for Add
নিজস্ব প্রতিবেদক : ১ জুন ২০১৬, বুধবার, ২১:০২:০৫
আগের ম্যাচে শরাশিক্ত মোহামেডানকে হারিয়ে চমকে দিয়েছিল ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। আজ (বুধবার) আর চমক নয়। বরং সমানে সমানে লড়াইয়েও হার। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সিসিএসকে ৫ উইকেটে হারিয়ে কলাবাগান ক্রিকেট একাডেমী (কেবিসিএ)পেয়েছে দ্বিতীয় জয়। দুই পুঁচকের ‘মর্যাদার’ লড়াইয়ে হারলেও পয়েন্ট তালিকায় সিসিএস কেবিসিএ-এর ওপরেই। দুটি করে জয়ে দুই দলেরই পয়েন্ট সমান ৪। তবে রানরেটে এগিয়ে থাকায় সিসিএস ১১ নম্বরে। কেবিসিএ ১২ অর্থাৎ সবার নিচে।
মজার ব্যাপার হলো আজ ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ হয়েছে তিনটি। তিনটিতেই পরে ব্যাট করা দল জিতেছে, এবং তিনটি জয়ই ৫ উইকেটে।
ফতুল্লায় টসজয়ী সিসিএস প্রথমে ব্যাট করে তুলে ৯ উইকেটে ১৮৫ রান। বৃষ্টিবিঘিœত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে কেবিসিএর জয়ের লক্ষ্য নির্ধারিত হয় ৪৯ ওভারে ১৮৪ রান। ভারতীয় ব্যাটসম্যান যতিন সাক্সেনার ৮৭ রানের ইনিংসের সুবাদে ৪০.১ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে কেবিসিএ।
সংক্ষিপ্ত স্কোর
সিসিএস : ৫০ ওভারে ১৮৫/৯ (অমিত ৩৮, সাইফুদ্দিন ২৮, আশরাফুন নবী ২৭, সালমান ২৪, মাসুম ২২; মাহমুদুল ৩৭/৩, যতিন ২৬/২, নুরুজ্জামান ৮/১, বিশ্বনাথ ১৫/১, যায়েদ ৩৮/১, মিরাজ ৪২/১)।
কেবিসিএ : ৪০.১ ওভারে ১৮৬/৫ (সাক্সেনা ৮৭, মাহমুদুল ৪৬; মাসুম ৩১/২, শাওন ৫৪/২, সাইফুদ্দিন ৩৯/১)।
ফল : কেবিসিএ ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : যতিন সাক্সেনা (কেবিসিএ)।
For add
For add
For add
For add
for Add