for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ মে ২০১৬, সোমবার, ২১:৫১:২৮
আগামীকাল (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য বাংলাদেশ দাবা ফেডারেশেনের নির্বাচন বর্জন করেছে সম্মিলিত পরিষদ। অনিয়ম ও পক্ষপাতিত্বমূলক ভোটার তালিকার অভিযোগ এনে আজ (সোমবার) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে সাবেক সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসাইনের নেতৃত্বাধীন এই পরিষদ।
মঙ্গলবার সকাল ১০ টায় শুরু হবে নির্বাচন। আজ (সোমবার) বিকেলে রাজধানীর এক হোটেলে সমমনা পরিষদ প্যানেল পরিচিতি করে। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দ শাহবুদ্দিন শামীম বলেন, ‘গত কমিটির সাধারণ সম্পাদক এবার সহ-সভাপতি প্রার্থী গাজী সাইফুল তারেক, চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির প্রধান তরফদার রুহুল আমিন সহ-সভাপতি প্রার্থী।’ তিনি আরও বলেন, ‘আমরা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দাবাকে এগিয়ে নিতে চাই। দীর্ঘ ও স্বল্প মেয়াদী পরিকল্পনা গ্রহণ করব। গত কয়েক বছর অনেক কিছু হয়েছে, আবার অনেক কিছুই হয়নি। আমরা এর হিসেব নিকেশে যাব না।’
নির্বাচনে সাধারণ সম্পাদক, চার সহ-সভাপতি, দুই যুগ্ম সম্পাদক ও ১৬ সদস্য পদে ভোট হবে। একমাত্র কোষাধ্যক্ষ মাহির আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সমমনা দাবা পরিষদকে সমর্থন দিয়েছে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ।
For add
For add
For add
For add
for Add