for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ মে ২০১৬, সোমবার, ১৯:২৫:০৬
মাশরাফিদের পেশ বোলিং কোচ হিথ স্ট্রিক বিদায় জানিয়েছেন। বিদায়ের অপেক্ষায় আছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। এবার এই দুজনের সঙ্গে যুক্ত হলো নারী ক্রিকেট দলের কোচের নামও। জাহানারা-সালমাদের কোচ চাম্পিকা গামাগে আজ (সোমবার) পদত্যাগ করেছেন। আগামীকাল (মঙ্গলবার) তিনি ঢাকা ছাড়বেন।
বিসিবির নিকট পদত্যাগ পত্র জমা দেওয়ার পর গামাগে সাংবাদিকদের বলেন, ‘কাল চলে যাচ্ছি। এখন থেকে থাইল্যান্ড মহিলা দলের হয়ে কাজ করবো। বিসিবির কাছ থেকে নতুন চুক্তি কোন প্রস্তাব আসেনি। সামনে থাইল্যান্ডের টুর্নামেন্টে রয়েছে। ওই টুর্নামেন্টের জন্য ওরা আমাকে ডেকেছে। আর যেহেতু বিসিবি আগ্রহ প্রকাশ করছে না। এজন্য আমি পদত্যাগপত্র দিয়েছি।’
২০১৪ সালে দায়িত্ব নেয়ার পর ইনচন এশিয়ান গেমসে বাংলাদেশ দলের রৌপ্য পদক জয়ে বড় অবদান ছিল গামাগের। ওয়ানডে ম্যাচে পাকিস্তান নারী দলকে হারানোর অভিজ্ঞতাটাও ছিল তার অধীনে। তবে তার কোচিং দর্শন নিয়ে নারী দলের ম্যানেজার শফিকুল হক হীরা প্রশ্ন তোলার পর নতুন চুক্তিতে আগ্রহ প্রকাশ করেনি বিসিবি।
যাওয়ার আগে বাংলাদেশ নারী ক্রিকেট দল নিয়েও কথা বলেন গামাগে। বাংলাদেশকে আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার পরামর্শ দেন তিনি। বাংলাদেশে কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে গামাগে বলেন, ‘এখানে কাজ করে আমার অনেক ভালো লেগেছে। পুরো সময়টা নিজের বাড়ির মতোই কাটিয়েছি।’
For add
For add
For add
For add
for Add