for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ মে ২০১৬, রবিবার, ১৯:৩২:২৫
২১ ওভারে ৯০ রানের লক্ষ্য। জয়টাকে যতটা সহজ মনে হচ্ছিল, কলাবাগান ক্রিকেট একাডেমীর বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব জিতেছে ততটা সহজেই। ১০.২ ওভারে মাত্র দুই উইকেট হারিয়েই প্রাইম ব্যাংক পৌঁছে গেছে লক্ষ্যে (৯২/২)। ৮ উইকেটের এই অনায়স জয়ের পরও অবশ্য বর্তমান চ্যাম্পিয়নরা আছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট তাদের।
বৃষ্টির কারণে গতকাল (শনিবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরুই হয় দুপুরের পরে। কার্টেল ওভারে ম্যাচটি তাই নেমে আসে ২১ ওভারে। মুর্হুমুহু উইকেট হারিয়ে কলাবাগান ক্রিকেট একাডেমী ঠিক ২১ ওভারেই অলআউট হয়ে যায় মাত্র ৮৯ রান করে। পরে আবারও বৃষ্টি হানা দেওয়ায় প্রাইম ব্যাংক আর ইনিংস শুরুতেই করতে পারেনি। তবে আজ (রবিবার) রিজার্ভ ডেতে জয় তুলে নিতে এক ঘণ্টাও লাগেনি প্রাইম ব্যাংকের। দলীয় ১৭ রানে মেহেদি ও ৪৭ রানে ফিরে যান অন্য ওপেনার শানাজ আহমেদ। পরে সাব্বির রহমান ও নুরুল হাসান মিলে দলকে পৌঁছে দিয়েছেন লক্ষ্যে।
সংক্ষিপ্ত স্কোর
কলাবাগান ক্রিকেট একাডেমী: ২১ ওভারে ৮৯ (ইরফান ১২, আরাফাত ৯, যতিন ১, মাহমুদুল ৭, মেহেদি ১৯, তাপস ১২, নুরুজ্জামান ০, প্রসেনজিত ১১, বিশ্বনাথ ২, হালিম ১১, আবু জায়েদ ৩*; রুবেল ১৩/০, শুভাগত ১৬/০, জয়াসুরিয়া ১২/১, আজিম ২৩/৩, নাজমুল ১৩/০, মনির ১২/৩)।
প্রাইম ব্যাংক : ১০.২ ওভারে ৯২ (মেহেদি ৫, শানাজ ২২, সাব্বির ৪০*, নুরুল ১৫*; আবু জায়েদ ২২/১, বিশ্বনাথ ১০/০, হালিম ২৫/০, মেহেদি ১২/১, যতিন ৫/০, মাহমুদুল ১৪/০)।
ফল: প্রাইম ব্যাংক ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মনির হোসেন (প্রাইম ব্যাংক)।
For add
For add
For add
For add
for Add