for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ মে ২০১৬, শুক্রবার, ২২:৫৪:৪৩
গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আজ (শুক্রবার) জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী ঊষা ক্রীড়া চক্র ও মেরিনার্স। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে ১১-২ গোলে উড়িয়ে দিয়ে ঊষা তুলে নিয়েছে টানা পঞ্চম জয়। দিনের অন্য খেলায় বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মেরিনার্সের জয়টা ৪-১ গোলে। মেরিনার্সের এটা দ্বিতীয় জয়। পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ঊষা যথারীতি পয়েন্ট তালিকার শীর্ষে।
শক্তিশালী ঊষার সঙ্গে দুর্বল ওয়ান্ডারার্সের আসলে করার কিছুই ছিল না! তাদের স্বস্তি অন্তত দুবার প্রতিপক্ষের জালে বল ঢোকাতে পেরেছে। ঊষার হয়ে জাতীয় দলের ফরোয়ার্ড পুস্কর খীসা মিমো করেছেন হ্যাটট্রিক। পেনাল্টি স্পেশালিস্ট পাকিস্তানি ডিফেন্ডার আলিম বেলাল, মো: ইরফান, আলি শান ও হাসান যুবায়ের নিলয়ও পেয়েছেন গোল। মেরিনার্সের হয়ে গোল চারটি করেছেন মামুনুর রহমান চয়ন, পাকিস্তানি ফরোয়ার্ড তৌফিক, শফিউল আলম শিশির ও মঈনুল ইসলাম কৌশিক। খেলা শেষের চার মিনিট আগে বাংলাদেশ স্পোর্টিংয়ের একমাত্র গোলটি করেন মাহবাজ আলি।
sale nolvadex “talk to the patient and obtain a history and then carry out a physical examination”>talk to the patient and obtain a history and then carry out a physical examination
For add
For add
For add
For add
for Add