for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ মে ২০১৬, বৃহস্পতিবার, ২২:০০:১০
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজ (বৃহস্পতিবার) দারুণ জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভালোভাবেই টিকে রইলো তারা। আট ম্যাচে পাঁচ জয় ও এক টাইয়ে তাদের পয়েন্ট ১১। অপরদিকে টানা ছয় ম্যাচে হারের পর আগের ম্যাচে জয় দেখেছিল সিসিএস। আজকের হারে মাত্র ২ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের।
শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করেও হার মানেননি রাজিন সালেহ। তবে হারতে হয় তার দল সিসিএসকে। মোহাম্মদ মিঠুন ও আসিফ আহমেদের দারুণ ব্যাটিংয়ে ৬ উইকেটে জেতে লিজেন্ডস অব রূপগঞ্জ।
রাজিনের লড়িয়ে শতকে ফতুল্লায় ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) তুলেছিল ২৪২ রান। বোলিংয়ে শুরুতে লড়াইও করেছিল তারা। কিন্তু পেরে ওঠেনি। মিঠুন (৯০) ও আসিফের (৭২) দুর্দান্ত ব্যাটিংয়ে রূপগঞ্জ জিতেছে ৬ উইকেটে।
সংক্ষিপ্ত স্কোর:
সিসিএস: ৫০ ওভারে ২৪২/৭ (পিনাক ৩০, রাজিন ১০৬, সাইফ ৩, অমিত ৫৫, সালমান ০, উত্তম ৪, নাসুম ০, সাঈদ ২২, মেহরাব ১১*; আলাউদ্দিন ০/৬৫, আবু হায়দার ১/৪৫, মোশাররফ ৩/৩২, আসিফ ০/২৬, তাইজুল ২/৩৩, নাহিদুল ০/১৯, সৌম্য ০/১৮)।
রূপগঞ্জ: ৪৮.৪ ওভারে ২৪৩/৪ (সৌম্য ২২, জুনায়েদ ১৬, মিঠুন ৯০, জাজ্ঞি ১০, আসিফ ৭২*, আলাউদ্দিন ১৬*; সাইফ ৩/৩৮, উত্তম ০/৪৬, শাওন ০/৫২, নাসুম ০/৫২, সাঈদ ১/২৬, মেহরাব ০/২৬)।
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মোহাম্মদ মিঠুন।
cipro mg “looking for pointers to their likely underlying problem. Our elders”>looking for pointers to their likely underlying problem. Our elders
For add
For add
For add
For add
for Add