for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ মে ২০১৬, বৃহস্পতিবার, ২১:৫৯:৪৪
২৩ মে থেকে শুরু হতে যাওয়া ‘ক্লে-কোর্ট’ একমাত্র গ্রান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেনে খেলছেন না সুইস তারকা রজার ফেদেরার। ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী এই তারকা আজ (বৃহস্পতিবার) নিজের ওয়েবসাইটে জানিয়েছেন এই তথ্য, ‘এটা ঘোষণা করা আমার জন্য দুঃখের, এ বছর ফ্রেঞ্চ ওপেনে না খেলার সিদ্ধান্ত নিয়েছি আমি। ফিটনেস নিয়ে আমি উন্নতিই করছি, তবে পুরো প্রস্তুত না হয়ে এ টুর্নামেন্টে খেলার মতো অপ্রয়োজনীয় ঝুঁকি নেয়ার মতো অবস্থাতে নেই।’
১৭টি গ্র্যান্ড স্লাম জিতলেও ফেদেরার লাল মাটির দুর্গ ভেদ করতে পেরেছিলেন মাত্র একবারই, ২০০৯ সালে। প্যারিসে শেষবার ফাইনাল খেলেছেন ২০১১ সালে। তবুও, গ্রান্ড স্ল্যাম হিসেবে ফ্রেঞ্চ ওপেনের মাহাত্মটা নিশ্চয়ই কম নয় তাঁর কাছে! লাল মাটির কোর্টে তাঁকে দেখতেও মুখিয়ে ছিলেন সবাই। তবে শেষ মূহুর্তে ফেড-ভক্তদের জন্য ‘দুঃসংবাদ’টা দিলেন সুইস তারকা নিজেই।
For add
For add
For add
For add
for Add