for Add
: ১৯ মে ২০১৬, বৃহস্পতিবার, ১৭:৩৪:২৭
মাস তিনেক আগে টেনিস থেকে সাময়িক বহিস্কার হয়েছেন রাশান সুন্দরী মারিয়া শারাপোভা। ভক্তরা অপেক্ষায় ছিলেন তার ফেরার। কিন্তু গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ান টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট বলেছেন, ‘হয়তো আর কখনো খেলায় ফিরতে পারবেন না শারাপোভা। তার বিষয়টি খারাপ অবস্থার মধ্যেই আছে।’যার অর্থ টেনিসে আর দেখা নাও যেতে পারে মারিয়াকে। তাই যদি হয়, ক্যারিয়ারই শেষ হওয়ার পথে শারাপোভার। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ টেস্টে ধরা পড়েছিলেন তিনি।
৫ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রাশান সুন্দরী অবশ্য তখন নিজের মুখেই ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কথা স্বীকার করেছিলেন ‘আমি ডোপ টেস্টে ধরা পড়েছি। এর পুরো দায়-দায়িত্ব আমার। আমি আসলে ভুল করেছি। ভক্তদের হতাশ করেছি। যে শাস্তি দেয়া হবে তা আগেই মেনে নিচ্ছি। আশা করি, দ্রুতই আবার কোর্টে ফিরে আসবো।’
নিজের স্বাস্থ্যগত কারণে ২০০৬ সাল থেকে মেলডোনিয়াম ড্রাগ নিয়ে আসছিলেন। শারাপোভা জানিয়েছেন, ‘গত ২২ ডিসেম্বর বিশ্ব ডোপবিরোধী সংস্থা ডব্লুএডিএ একটা মেইলে নিষিদ্ধ ড্রাগের হালনাগাদ তালিকা সবার কাছে পাঠিয়েছিল। কিন্তু আমি মেইলটা পড়ে দেখেননি। তাই এ বিষয়ে কিছুই জানতেন না তিনি।
For add
For add
For add
For add
for Add