for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ মে ২০১৬, শনিবার, ২০:৫৩:১১
প্রিমিয়ার লিগে কেবল হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছিল মাশরাফি বিন মর্তুজার দল। আগের পাঁচ ম্যাচে জয় ছিল মাত্র একটিতে। বল হাতে মাশরাফি নিয়মিত পারফর্ম করছিলেন। তবে ব্যাটটা তাঁর কথা বলছিলো না মোটেই। ফতুল্লায় আজ (শনিবার) হাসলো মাশরাফির ব্যাট। হাসলো বাংলাদেশ ক্রিকেটের রঙ্গিন জার্সির অধিনায়কের দলও। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২১ রানে জয় পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র।
শুধু সেঞ্চুরি নয় একেবারে রেকর্ড গড়ে সেঞ্চুরি গড়েছেন মাশরাফি। ব্যাটিংয়ে রেকর্ড গড়া শতকের পর বোলিংয়ে প্রথম ওভারেই শিকার করেন প্রতিপক্ষের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটসম্যান মাহবুবুল করিমকে। তাই বলা যায় মাশরাফির কাছেই হেরে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৬ রান তুলে কলাবাগান। ওপেনার জসিমউদ্দিন ৬৪ ও তিনে নামা হ্যামিল্টন মাসাকাদজা করেন ৪৪। মাশরাফি করেন ৫১ রানে ১০৪ রান। টাইগার অধিনায়ক ৫০ বলে করেছেন শতক, ‘লিস্ট এ’ ক্রিকেটে যেটি বাংলাদেশের কোনো ক্রিকেটারের দ্রুততম। ছক্কা মেরেছেন ১১টি, যেটিও লিস্ট এ-তে বাংলাদেশের রেকর্ড!
৩১৬ রানের জবাবে ২৯৫ রানের স্কোরলাইন বোঝাতে পারে ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আদতে ম্যাচের উত্তেজনা শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই। শেষ ২ ওভারে শেখ জামাল ৪১ রান তুলে ফেলাতেই ব্যবধান হয়েছে কম। জুবায়ের হোসেন ৫২ , মুক্তার আলী ৫১, ওহায়েদুল আলম ৪৯, সোহাগ গাজী ৪৭, আব্দুল্লাহ আল মামুন ৪০ রান করেন।
কলাবাগানের মাসাকাদজা ৪টি এবং মাশরাফি, দেওয়ার সাব্বির, আবদুর রাজ্জাক, নাহিদুজ্জামান ও তানভির হায়দার ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মাশরাফি বিন মর্তুজা।
সংক্ষিপ্ত স্কোর:
কলাবাগান ক্রীড়া চক্র: ৫০ ওভারে ৩১৬/৭ (সাদমান ১৭, জসিমউদ্দিন ৬৪, মাসাকাদজা ৪৪, তাসামুল ৩৩, মেহরাব ১৬, মাশরাফি ১০৪, শরিফুল্লাহ ১৫, তানভির ৯*, রাজ্জাক ০*; শফিউল ১/৬৩, সোহাগ ২/৩৯, ওয়াহিদুল ০/৫৭, সানি ০/৩৭, মুক্তার ০/৪১, মাহমুদউল্লাহ ২/৫৬, সাদাত ১/১৮)
শেখ জামাল: ৫০ ওভারে ২৯৫ (আব্দুল্লাহ ৪০, মাহবুবুল ০, সোহাগ ৪৭, মার্শাল ১, মাহমুদউল্লাহ ২৭, সাদাত ৭, জাবিদ ৫২*, মুক্তার ৫১, সানি ১১, শফিউল ৩, ওয়াহিদুল ৪৯; মাশরাফি ১/৪২, সাব্বির ১/৩৫, রাজ্জাক ১/৫৫, মাসাকাদজা ৪/৩৭, নিহাদুজ্জামান ১/৭৩, শরিফুল্লাহ ০/২৬, তানভির ১/২৫)।
ফল: কলাবাগান ২১ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মাশরাফি বিন মুর্তজা
For add
For add
For add
For add
for Add