for Add
নিজস্ব প্রতিবেদক : ১৪ মে ২০১৬, শনিবার, ১৯:৩৮:১৪
শাহরিয়ার নাফিসের ১৩৪ রানের দুদান্ত ইনিংসে প্রিমিয়ার লিগে তৃতীয় জয়ের দেখা পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। আজ (শনিবার) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ক্রিকেট কোচিং স্কুলকে ৩৮ রানে হারিয়েছে তুষার ইমরানের নেতৃত্বাধীন দলটি।
টস হেরে ব্যাট করতে মেনে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করে ব্রাদার্স। শাহরিয়ার নাফিসের ১৩৪ ছাড়া ইমরুল কায়েস করেন ৪৯ রান। এছাড়া আর কেউই বড় স্কোর করতে পারেন নি। একারনেই শাহরিয়ারের ওমন দাপুটে ব্যাটিংয়ের পরও ব্রাদার্সের সংগ্রহ ২৫৩ তেই আটকে যায়।
২৫৪ রানের লক্ষে খেলতে নেমে দুই ওপেনার দ্রুত বিদায় নিলেও তৃতীয় উইকেটে ১৩৯ রানের জুটি গড়ে দলকে দলকে প্রথম জয়ের পথেই নিয়ে যাচ্ছিলেন সাইফ হাসান এবং সালমান হোসাইন। কিন্তু এই দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর ক্রিকেট কোচিং এর সব আশাই ফিকে হয়ে যায়। সাইফ হাসান ৮৬ এবং সালমান হোসাইন ৬৮ রান করেন। ক্রিকেট কোচিং স্কুল শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ২১৫ রানে অল আউট হয়। ম্যাচ সেরা হয়েছেন ব্রাদার্সের শাহরিয়ার নাফিস।
সংক্ষিপ্ত স্কোর:
ব্রাদার্স ইউনিয়ন: ৫০ ওভারে ২৫৩/৬ (শাহরিয়ার ১৩৪, ইমরুল ৪৯, তুষার ২২, মিলিন্দ ২, জাকির ২৯, নূর আলম ০, সাদিকুর ৫*, শহীদ ০*; শাওন ৪/৪৫, মেহরাব ১/৩৯, নাসুম ১/৪৭)
ক্রিকেট কোচিং স্কুল: ৪৭.২ ওভারে ২১৫ (অমিত ৯, পিনাক ১, সাইফ ৮৬, সালমান ৬৮, সাঈদ ১০, উত্তম ০, রাজিন ২৬, নাসুম ১, নবি ২, মেহরাব ২*, শাওন ০; মিলন্দ ২/২৭, আসিফ ২/৩৪, নাবিল ২/৫৩, শহীদ ১/১৭, নূর আলম ১/২৮)
ফল: ব্রাদার্স ৩৮ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: শাহরিয়ার নাফিস।
For add
For add
For add
For add
for Add