for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ মে ২০১৬, বৃহস্পতিবার, ২০:৪২:১৭
প্রথম চার ম্যাচেই জয়। প্রাইম দোলেশ্বরের জয়রথটা চলছিল পাগলাঘোড়ার মতোই। হঠাৎ কী হলো, জয়ের পথ ভুলে সেই দোলেশ্বর দেখল টানা দ্বিতীয় হারের মুখ! গত সোমবার ভিক্টোরিয়ার কাছে প্রথম ধাক্কা খাওয়া দোলেশ্বর আজ (বৃহস্পতিবার) হেরে গেছে লিজেন্ডস অব রুপগঞ্জের কাছে। তাদেরকে ৬ উইকেটে হারিয়েং রুপগঞ্জ দেখেছে চতুর্থ জয়ের মুখ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে দোলেশ্বর। ১৪ রানেই হারিয়ে ফেলে দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও জিয়াউর রহমানকে। শ্রীলঙ্কান ব্যাটসম্যান চামারা সিলভা ছাড়া দলের বাকি ব্যাটসম্যানেরাও বড় ইনিংস খেলতে পারেননি। সিলভার ৭৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংসের পরও তাই দোলেশ্বর ৪৮.২ ওভারে অলআউট হয়ে যায় ২১৬ রানে।
রুপগঞ্জও ১১ রানের মাথায় ওপেনার সৌম্য সরকারকে হারিয়ে বসে। দলীয় ৫১ রানে ফিরে যান আরেক ওপেনার মিজানুর রহমানও। মোহাম্মদ মিথুন, মোশাররফ ও আসিফ-তিন হাফসেঞ্চুরিতে এরপর অবশ্য দ্রুতই শঙ্কার মেঘ কাটিয়ে জয়ের পথে হাঁটতে থাকে রুপগঞ্জ। ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ৪৬.২ ওভারেই।
দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রান করেন অধিনায়ক মোশাররফ হোসেন রুবেল। তিন ছক্কা, সাত চারে সাজানো ৯৮ বলের ইনিংসটি দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি তাকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কার। মিথুন ও আসিফ-দুজনেই করেছেন সমান ৫১ রান। তবে মিথুন আউট হলেও আসিফ ফিরেন দলের জয় সঙ্গে নিয়ে। রেজাউলকে ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূর্ণ এবং দলের জয় নিশ্চিত করেছেন আসিফ।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর : ৪৮.২ ওভারে ২১৬ (সিলভা ৮৯, রকিবুল ২৭, রনি ২৫, সানজামুল ২৫; আবু হায়দার ২৫/২, নাহিদুল ৫২/২, আলাউদ্দিন বাবু ২২/১, মোশাররফ ২৭/১, তাইজুল ৩৮/১, আসিফ ৪০/১)।
রুপগঞ্জ : ৪৬.২ ওভারে ২২২/৪ (মোশাররফ ৮১, মিথুন ৫১, আসিফ ৫১*, মিজানুর ২৭; রবিউল ২৯/১, নাসির ৩৫/১, সানজামুল ৪৩/১)।
ফল: লেজেন্ডস অব রুপগঞ্জ ৬ উইকেটে জয়।
ম্যান অব দ্য ম্যাচ : মোশাররফ হোসেন রুবেল।
For add
For add
For add
For add
for Add