for Add
নিজস্ব প্রতিবেদক : ১২ মে ২০১৬, বৃহস্পতিবার, ১৭:৩৩:৫৫
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের মর্যাদার লড়াইয়ে মোহামেডানের কাছে বিধ্বস্ত হয়েছে আবাহনী। আজ (বৃহস্পতিবার) মিরপুরে তামিম ইকবালের আবাহনীকে ৮ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের মোহামেডান। টস জিতে মোহামেডান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। মোহামেডানের বোলারদের সামনে মাত্র ১৮৩ রানে গুটিয়ে যায় আবাহনী। জবাবে ৬.১ ওভার হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।
ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বড় হোঁচট খায় আবাহনী। ১৫ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে টপ অর্ডারের ৩ ব্যবটসম্যান তামিম (৪), লিটন কুমার দাস (৩) ও অভিষেক মিত্র(৭)। এরপর খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মানবিন্দর বিসলা ও নাজমুল হোসেন শান্ত। ১১৭ রানে ৭ উইকেট হারানো আবাহনীর ইনিংস ১৮৩ পর্যন্ত টেনে নেনতাসকিন আহমেদ ও আবুল হাসান। তাসকিন আহমেদ ৩৮ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ১৮৩ রানে অল-আউট হয় আবাহনী। মোহামেডানের বোলার শুভাশিষ রায় সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। হাবিবুর রহমান, নাঈদ ইসলাম জুনিয়র প্রত্যেকে ২টি করে উইকেট নিয়েছেন।
১৮৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৯৭ রান আসে মোহামেডানের। তার আগে অবশ্য ওপেনার সৈকত আলী আহত হয়ে সাজঘরে ফেরেন। ইজাজ আহমেদ ব্যক্তিগত ৪২ রানে ফিরে গেলে ক্রিজে নামেন মুশফিক। তিনি অবশ্য ইনিংসটা বড় করতে পারেননি এদিন। ১৭ রান করে তাসকিনের বলে উইকেট কিপারের হাতে তালুবন্দি হন মুশফিক।পরের সময়টুকু উপুল থারাঙ্গা ও নাঈম ইসলাম মিলে পার করেন। ৩৭ বল বাকি থাকতেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয় মোহামেডান। থারাঙ্গা ৭৭ ও নাঈম ২৫ রানে অপরাজিত থাকেন।
For add
For add
For add
For add
for Add