for Add
নিজস্ব প্রতিবেদক : ১১ মে ২০১৬, বুধবার, ১৯:৩৯:১৮
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আগামীকাল (বৃহস্পতিবার) মুখোমুখি হচ্ছে দেশের দুই জনপ্রিয় ক্লাব মোহামেডান ও আবাহনী। মিরপুর হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু হবে সকাল ৯ টায়। ঘরোয়া ক্রিকেটে মোহামেডান-আবাহনী দ্বৈরথ মানেই অন্যরকম আকর্ষণ। বাড়তি উন্মাদনা ও জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে সময়ের ব্যবধানে এই দ্বৈরথের জৌলুশ অনেকটাই কমে গেলেও ঝাঁঝ কিছুটা এখনও টিকে আছে। শত হলেও ঐতিহ্যবাহী দুটি ক্লাবের মুখোমুখি লড়াই। সেখানে ঝাঁঝ কিছুটা থাকবেই।
মৌসুমে প্রথমবারের মত মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব দুটি। পঞ্চম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান মোহামেডানের। ৫ ম্যাচের চারটিতে জিতে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। অন্যদিকে পয়েন্ট টেবিলে বেশ পিছিয়ে আবাহনী। ৫ ম্যাচের তিনটিতে জিতে তারা ৬ষ্ঠ অবস্থানে।
গত মৌসুমে রানার্সআপ আবাহনী এবারও শিরোপার দাবিদার। শক্তিশালী দল গড়েছে তারা। আকাশি-হলুদদের এমন স্বপ্ন দেখাচ্ছে নাজমুল হোসেন শান্ত-জুবায়ের হোসেন লিখন-তাসকিন আহমেদ-মোসাদ্দেক হোসেনের মত তরুণরা। সেই সঙ্গে তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার তো আছেনই। তাই মর্যাদার লড়াইয়ে জয় তুলে নিতে বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি লড়াই হবে-এটা বলার অপেক্ষা রাখে না।
পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় এই ম্যাচটি অনেকটা নির্ভার হয়েই খেলতে পারবে মোহামেডান। যদিও নির্ভার থাকছে না মোহামেডান কোচ সোহেল ইসলাম।কেননা প্রিমিয়ার ক্রিকেটে মোহামেডানের সর্বশেষ সেরা সাফল্য ২০১০-১১ মৌসুমে রানার্স-আপ হওয়া। এর আগের আসরে অবশ্য আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো মোহামেডান।
For add
For add
For add
For add
for Add