for Add
নিজস্ব প্রতিবেদক : ১০ মে ২০১৬, মঙ্গলবার, ২০:১০:৫১
মামুনুল-জাহিদদের বাইরে রেখেইে এশিয়ান কাপের জন্য ৩৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলে জায়গা হয়নি মামুনুল ইসলাম, জাহিদ হোসেন, সোহেল রানা ও ইয়াসিন খানের। শর্ত সাপেক্ষে ক্ষমা চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এই চার ফুটবলারের- শনিবার বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রবিবার ক্ষমা চেয়ে বাফুফেকে চিঠি দিয়েছিলেন মামুনুল ও সোহেল রানা। তবে তাদের চার জনকেই আগামী ২ জুন ও ৭ জুন তাজিকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য দলে রাখা হয়নি। ৩৪ সদস্যের দলে রাখা হয়েছে এক ঝাঁক নতুন ফুটবলারকে।
প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন ৫ জন। এরা হলেন- উত্তর বারিধারার ডিফেন্ডার খালেকুজ্জামান সবুজ, চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার কৌশিক বড়ুয়া, ব্রাদার্সের ফরোয়ার্ড মান্নাফ রাব্বি, বিজেএমসির সৈকত মাহমুদ ও রহমতগঞ্জের সৈয়দ রাসেল তূর্য। গত ২৪ মার্চ জর্ডানের বিপক্ষে জাতীয় দলের সর্বশেষ ম্যাচ থেকে বাদ পড়েছেন দুজন—আতিকুর রহমান ফাহাদ ও ফজলে রাব্বি। এশিয়ান কাপের বাছাইপর্বে অ্যাওয়ে ম্যাচটি দুশানবেতে হবে ২ জুন। হোম ম্যাচ ৭ জুন ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
ডাক পাওয়া খেলোয়াড়দের আগামীকাল বেলা ১২টায় ম্যানেজার সত্যজিৎ দাশ রুপুর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ক্যাম্পও শুরু হবে আগামীকাল। কোচ লোডভিক ডি ক্রুইফের ঢাকায় আসার কথা রয়েছে দুয়েক দিনের মধ্যেই। ঢাকায় এসে প্রাথমিক দল থেকে ২০ বা ২৩ জনের চূড়ান্ত দল নির্বাচন করবেন তিনি।
বাংলাদেশ প্রাথমিক দল:
গোলরক্ষক: রাসেল মাহমুদ লিটন, শহীদুল আলম সোহেল, মাজহারুল ইসলাম হিমেল, আশরাফুল ইসলাম রানা
ডিফেন্ডার: রায়হান হাসান, নাসির উদ্দিন চৌধুরী, তপু বর্মণ, নাসিরুল ইসলাম, আতিকুর রহমান মিশু, ইয়ামিন মুন্না, মামুন মিয়া, শাকিল আহমেদ, মোহাম্মদ লিঙ্কন, আরিফুল ইসলাম, কেষ্ট কুমার বোস, রেজাউল করিম, খালেকুজ্জামান সবুজ, ওয়ালী ফয়সাল।
মিডফিল্ডার: ফয়সাল মাহমুদ, , জামাল ভূঁইয়া, মোনায়েম খান রাজু, শাহেদুল আলম সিনিয়র, শাহেদুল আলম জুনিয়র, মাসুক মিয়া জনি, কৌশিক বড়ুয়া, ইমন মাহমুদ।
ফরোয়ার্ড: জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, রুবেল মিয়া, মান্নাফ রাব্বি, নাবিব নেওয়াজ জীবন, নুরুল আবসার, সৈকত মাহমুদ, সৈয়দ রাশেদ তূর্য।
For add
For add
For add
For add
for Add