for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ মে ২০১৬, শুক্রবার, ১৮:৪০:৪৫
আগের ম্যাচে মোহামেডানের কাছে হারের ধাক্কা সামলে জয়ে ফিরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আজ (শুক্রবার) বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমীর বিপক্ষে ডাকওয়ার্থ- লুইস পদ্ধতিতে ২৯ রানে জয় পেয়েছে দলটি।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৯ রান করে রূপগঞ্জ। যদিও শুরুটা মোটেও ভালো ছিল না দলটির। ৮১ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় দলটি। সেখান থেকে আসিফ আহমেদ (৮২) ও সাজ্জাদুল হকের (৭০) ব্যাটে ঘুরে দাড়ায় দলটি। কলাবাগানের পক্ষে আবু জায়েদ ৪টি, মিরাজ ও রিফাত ২টি এবং মাহমুদুল হাসান ১টি পান।
বৃষ্টিতে দুই দফা খেলা বন্ধ থাকায় কলাবাগানের লক্ষ্য দাঁড়ায় ২৫ ওভারে ১৭১ রান। তবে ৭ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি দলটি। তাপস ঘোস সর্বোচ্চ ৩৭ এবং বিশ্বনাথ হালদার ৩২ রান করেন। রূপগঞ্জের পক্ষে নাহিদুল ইসলাম ও মোশাররফ দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৩৯/৯ (মিজানুর ১১, সৌম্য ২১, জুনায়েদ ০, মিঠুন ২৭, আসিফ ৮২, মোশাররফ ২, সাজ্জাদুল ৭০, আলাউদ্দিন ৯, নাহিদুল ১, হায়দার ৬*, তাইজুল ৩*; জায়েদ ৪/৫০, রিফাত ২/২৭, মেহেদি ২/২৯, মাহমুদুল ১/৫৮)
কলাবাগান ক্রিকেট একাডেমি: ২৫ ওভারে ১৪১/৭ (ইরফান ৭, মাইশুকুর ১১, আরাফাত ১০, মাহমুদুল ১২, মেহেদি ১৪, নুরুজ্জামান ১৩, তাপস ৩৭*, দিদার ৩, বিশ্বনাথ ৩২*; নাহিদুল ২/১৫, মোশাররফ ২/১৯, তাইজুল ১/১১, আসিফ ১/২১, আলাউদ্দিন ১/৩৮)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে লেজেন্ডস অব রূপগঞ্জ ২৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আসিফ আহমেদ।
For add
For add
For add
For add
for Add