for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ মে ২০১৬, বৃহস্পতিবার, ২১:২৬:১৫
জুনে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ ম্যাচের জন্য বিদেশি কোচ আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সে বিদেশি হতে পারেন পুরোনো সেই লোডভিক ডি ক্রুইফ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের হাতে আছে আরো কয়েকজন বিদেশি কোচের বায়োডাটা। কিন্তু দৌঁড়ে এগিয়ে আছেন ডাচম্যান ক্রুইফ। আগামী এক সপ্তাহের মধ্যেই কোচের বিষয়টি ফয়সালা করতে চান বাফুফে সভাপতি। কারন তাজিকিস্তানের বিপক্ষে প্রথম প্লে অফ ম্যাচ ২ জুন, ফিরতি ম্যাচ ৭ জুন। ম্যাচগুলোকে সামনে রেখে জাতীয় দলকে পরিপূর্ণভাবে প্রস্তুত করতে চাইছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের প্রাথমিক পরিকল্পনা এই দুই ম্যাচের আগে ১৫-২০ দিনের প্রস্তুতি। ১০ অথবা ১২ মে জাতীয় দলের ক্যাম্প শুরু করার চিন্তা ভাবনাও রয়েছে। আজ (বৃহস্পতিবার) বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন,‘সামনে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচের আগে দলকে যতটা সম্ভব গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করছি।’
দ্রুত নতুন কোনো বিদেশি কোচ এনে প্রত্যাশিত ফল পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় আছে বাফুফের। তাই ক্রুইফের সঙ্গে যোগাযোগ বেশি করছে বাফুফে। তবে বাফুফের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, ‘ধরে নিন ক্রুইফের আসার সম্ভাবনা ফিফটি ফিফটি।’ তবে আরেকটি সূত্র জানিয়েছেন, এবার আর মৌসুমি পাখি হয়ে আসতে চান না ক্রুইফ। তিনি একটু দরকষাকষি করছেন। তার ইচ্ছে দীর্ঘ মেয়াদের জন্য চুক্তি করা। ক্রুইফ দি ডেইলি স্পোর্টস টোয়েন্টিফোরকে জানিয়েছেন, ‘এবার অবশ্যই পরিকল্পনা করে কাজ করতে হবে। তাই দীর্ঘমেয়াদী সময় প্রয়োজন।’
For add
For add
For add
For add
for Add