for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ মে ২০১৬, বৃহস্পতিবার, ২০:২৪:৩০
ফিফা র্যাংকিংয়ে এক ধাপ অবনমন হয়েছে বাংলাদেশের। মে মাসের প্রকাশিত র্যাংকিংয়ে ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ১৭৭ থেকে নেমে ১৭৮ তম অবস্থানে এখন বাংলাদেশ। বড় দল গুলোর রেটিং পয়েন্ট অবশ্য কোন হ্রাসবৃদ্ধি হয়নি।
এপ্রিল মাসে কোন ‘এ’ ক্যাটাগরীর ম্যাচ না থাকায় র্যাংকিংয়ের প্রথম ৫০ টি দলের কোন পরিবর্তন আসেনি। আগের মতই ১৫৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিওনেল মেসির আজের্ন্টিনা। ১৩৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বেলজিয়াম। ১৩৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চিলি। এছাড়াও চারনম্বরে কলম্বিয়া। পাঁচে আছে জার্মানি। ছয় নম্বরে স্পেন। সাতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আট নম্বরে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। নয় এবং দশ নম্বরে আছে উরুগুয়ে ও ইংল্যান্ড।
এদিকে নিজেদের ফুটবল ইতিহাসে সেরা র্যাংকিং ছুঁয়েছে ফিলিস্তিন। একধাপ এগিয়ে তারা আছে ১১৫ নম্বরে। পরবর্তী ফিফা ওয়ার্ল্ড র্যাংকিং প্রকাশিত হবে ২ জুন।
For add
For add
For add
For add
for Add