for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ মে ২০১৬, বৃহস্পতিবার, ১৯:৫৪:০৩
মোহামেডান-আাবাহনীর লড়াইটা হয়েছে গ্রুপ পর্বে। গতকাল (বুধবার) অনুষ্ঠিত এ ম্যাচটি ছিল মৌসুমের প্রথম বড় ম্যাচ। একদিন বাদে আরেকটি বড় ম্যাচ আগামীকাল (শুক্রবার), যেখানে মুখোমুখি মোহামেডান-উষা। গুরুত্বের দিক দিয়ে মোহামেডান-উষা ম্যাচটিই এগিয়ে থাকছে। কারণ, মোহামেডান-আবাহনী লড়াই ছিল গ্রুপ পর্বের-দুই দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। মোহামেডান-উষা ম্যাচের পর বিদায় নিতে হকে এক দলের। ফাইনালের টিকিট পাবে এক দল। সে দলটি মোহামেডান নাকি উষা-সেটাই দেখার অপেক্ষা।
মোহামেডানে খেলছেন চার পাকিস্তানি রিজওয়ান আহমেদ, ওমর ভ্ট্টু, মো. সালমান ও কাওসার আব্বাস। আর ঊষায় খেলছেন চার মালয়েশিয়ান ইসমাইল আবু, ফাইজুল সানি, জুলহ্ইরি বিন হাশিম ও মো. সাইদ। মোহামেডান-উষার আড়ালে পাকিস্তান-মালয়েশিয়া লড়াইয়ে রূপ নিয়েছে ক্লাব কাপ হকির প্রথম সেমিফাইনালটি। উষার ইসমাইল ও ফাইজুর মালয়েশিয়ার জাতীয় দলের খেলোয়াড় আর বাকি দুজন ডেভলপমেন্ট স্কোয়াডের সদস্য। মোহামেডানের চার পাকিস্তানি বিভিন্ন সময়ে পাকিস্তান জাতীয় দলে খেলেছেন।
মোহামেডান তাদের শেষ ম্যাচে আবাহনীর কাছে ৪-২ গোলে হারলেও তারা খেলেছে কোনও বিদেশি খেলোয়াড় ছাড়াই। ঊষা তাদের শেষ খেলায় মেরিনার্সের সঙ্গে ২-২ গোলে ড্র করে।
For add
For add
For add
For add
for Add