for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ মে ২০১৬, বৃহস্পতিবার, ১৯:৫৫:৪৮
এক মৌসুমে টানা ১০ টি ক্লিন শিটের(ম্যাচে কোন গোল না খাওয়া) আগের রেকর্ডটি ছিল আর্সেনালের। গতকাল (বুধবার) রাতে ফাইনাল নিশ্চিতের ম্যাচে ম্যানচেষ্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে আর্সেনালের ক্লিন শিটের রেকর্ডে ভাগ বসায় রিয়াল মাদ্রিদ। ফাইনালে তাদের সামনে অপেক্ষা করছে নতুন এক রেকর্ডের সম্ভবনা।
ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে শিরোপা নির্ধারনী ম্যাচে নিজেদের গোলবার সুরক্ষিত রাখলেই টানা এগারো ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড গড়বে গ্যালাকটিকোরা। শিরোপার লড়াইয়ে আগামী ২৮ মে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে জিনেদিন জিদানের শিষ্যরা।
দশবারের চ্যাম্পিয়ন রিয়ালের আগে এই রেকর্ড গড়েছিল আর্সেনাল ২০০৫-২০০৬ মৌসুমে। জার্মান গোলরক্ষণ জেন্স লেম্যান সেবার গানারদের গোলমুখ ১০ ম্যাচের জন্য আগলে রাখলেও ফাইনালে আর পারেননি। বার্সার কাছে ২-১ গোলে হেরে শিরোপাজয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল আর্সেনালের। এবার রিয়াল তা পারে কিনা সেটিই এখন দেখার।
For add
For add
For add
For add
for Add